বৃহস্পতিবার , ৩০ মার্চ ২০২৩

মেডিকেল টেকনোলজিস্ট পদে নিয়োগ বন্ধ ১৪ বছর!

দেশকাল প্রতিবেদক, ঢাকা   বৃহস্পতিবার , ১৬ মার্চ ২০২৩

এম লিটন মিয়া, ঢাকা : স্বাস্থ্যসেবা খাতের গুরুত্বপূর্ণ পদ মেডিকেল টেকনোলজিস্ট। গেল ১৪ বছর ধরে নিয়োগ নেই গুরুত্বপূর্ণ এই পদটিতে। অথচ প্রতি বছর হাজার হাজার শিক্ষার্থী কোর্স সম্পন্ন করে বেকার হয়ে পড়ছে।  আমলাতান্ত্রিক জটিলতা আ মামলা পাল্টা মামলায় শেষ হয়ে গেছে অসংখ্য মেডিকেল টেকনোলজিস্টের।  বয়সের কারণ আবেদন করার প্রাথমিক যোগ্যতা হারাচ্ছেন অনেকে।

সর্বশেষ ২০০৭ সালে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছিল। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড থেকে পাশ করা মেডিকেল টেকনোলজিস্টরা মামলা করলে, সেই নিয়োগও বন্ধ হয়ে যায়। কারিগরি থেকে পাশ করা এমটিদের অভিযোগ ছিল, নিয়োগে তাদের দরখাস্ত করার সুযোগ দেওয়া হয়নি।

২০১৬ সালে মহামান্য হাইকোর্ট বেঞ্চ সর্বসম্মতিক্রমে কারিগরি শিক্ষা বোর্ড থেকে পাশ করা মেডিকেল টেকনোলজিস্টদের দরখাস্ত করার সুযোগ দেওয়া জন্য স্বাস্থ্য মন্ত্রনালয়কে নির্দেশনা দেন।  ২০২০ সালে করোনা মহামারীর সময় জরুরী ভিত্তিতে ৩ হাজার  মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দেন।

২০২০ সালে ২ হাজার ৬৮৯ টি পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে স্বাস্থ্য অধিদপ্তর।  এরপর ২০২১ সালে লিখিত ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হলেও অনিয়মের অভিযোগ উঠায় সেটিও বাতিল করে স্বাস্থ্য মন্ত্রণালয়।  তখন বলা হয়েছিল, দ্রুত সময়ের মধ্যেই পুনরায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। কিন্তু দেড় বছরেও তার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানদণ্ড অনুযায়ী, একজন চিকিৎসকের বিপরীতে পাঁচজন মেডিকেল টেকনোলজিস্ট  থাকার কথা। সে হিসাবে দেশে ১ লাখ ২০ হাজার মেডিকেল টেকনোলজিস্টের চাহিদা রয়েছে।  কিন্তু সরকারি হাসপাতালগুলোতে কাজ করেন মাত্র ৫ হাজারের কিছু বেশি মেডিকেল টেকনোলজিস্ট।  যা প্রয়োজনের তুলনায় অপ্রতুল।

দেশের বিভাগীয় , জেলা ও উপজেলা সরকারি হাসপাতালগুলোতে সর্বাধুনিক মেশিনপত্র থাকলেও মেডিকেল টেকনোলজিস্টদের অভাবে রোগীদের রক্ত, প্রস্রাব, এক্সরে, সিটি স্ক্যান, ফিজিওথেরাপি, ডেন্টাল, রেডিওথেরাপি মতো গুরুত্বপূর্ণ সেবা দেওয়া সম্ভব হচ্ছে না।

বাংলাদেশ প্রফেশনাল মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্ট সোসাইটির  কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম বলেন, স্বাস্থ্য খাতের সত্যিকারে উন্নয়ন চাইলে দ্রুত মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগ দিতে হবে। স্বাস্থ্য সেবায় সরকার এর সফলতা কিছুটা হলেও মলিন হয়ে পড়ছে।  প্রয়োজনীয় যন্ত্রপাতি থাকার পরও টেষ্ট না হচ্ছে না শুধু মেডিকেল টেকনোলজিস্টদের অভাবে।

বাংলাদেশ প্রফেশনাল মেডিকেল ল্যাবরেটরী  টেকনোলজিস্ট সোসাইটির কেন্দ্রীয়  সহ-সভাপতি মো. সাজ্জাদ হোসেন বিপ্লব বলেন, রোগীদের বিদেশে চিকিৎসা নিতে যাওয়া রোধ করতে হলে, দেশের সরকারি ও বেসরকারি হাসপাতাল গুলোকে আধুনিকায়ন ও সেবার মান বাড়াতে চিকিৎসক ও নার্সের পাশাপাশি মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগ করে সঠিক পরীক্ষা নিরীক্ষা মাধ্যমে রোগ নির্ণয় করে মানুষের আস্থা ফেরাতে হবে।

বাংলাদেশ প্রফেশনাল মেডিকেল ল্যাবরটরি টেকনোলজি সোসাইটির কেন্দ্রীয় সিনিয়র  যুগ্ম- সাধারণ সম্পাদক মো. নাজমুল ইসলাম সজল বলেন,   প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিষ্ঠিত কমিউনিটি ক্লিনিকসমূহে একজন করে মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগ দিয়ে স্বাস্থ্য সেবা ও স্মার্ট  বাংলাদেশ গড়তে হবে।

 স্বাস্থ্যবার্তা থেকে আরোও সংবাদ

ই-দেশকাল

আর্কাইভ