বৃহস্পতিবার , ৩০ মার্চ ২০২৩

রংপুর প্রতিনিধি
‘সবুজের ছায়াতলে পদার্পণ, সবুজ উদ্যানের বিচরণ’ এই  স্লোগানকে সামনে রেখে গড়ে উঠা আমাদের সবুজ উদ্যান ফেসবুক গ্রুপের পক্ষ থেকে আয়োজন করা হয় গ্রুপ আড্ডা ও গাছ বিনিময় নামে এক অনুষ্ঠান। শনিবার দুপুরে রংপুর নগরীর চিকলি বিলপার্কে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।  
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গ্রুপের ফাউন্ডার এডমিন শারমিন আক্তার। অনুষ্ঠানে প্রধানঅতিথি ছিলেন বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরষ্কার প্রাপ্ত কৃষক ও বিরল প্রজাতির বাগানী মাহাবুবুল ইসলাম পলাশ। এছাড়াও উপস্থিত ছিলেন পীরগঞ্জ উপজেলা ফুড কন্ট্রোলার মাহবুব হোসেন ও তার সহধর্মিণী আসমা আহমেদ বিন্দু,  তিনি এই গ্রুপের অন্যতম এডমিন। 

গাইবান্ধা থেকে আগত বীর মুক্তিযোদ্ধা  মো. শাহ আলম, মানবাধিকার বাস্তবায় নসংস্থার নেত্রী মাহফুজা ইয়াসমিন কল্পনা, সবুজ উদ্যান গ্রুপ থেকে নির্বাচিত ২০২২ সালের সেরা বাগানী মুনমুন রহমান ও সর্বকনিষ্ঠ এডমিন আল-হাসান রিয়াজ।  অনুষ্ঠানে  ১৫ বাগানীকে ক্রেস্ট, সন্মাননা ও পুরস্কার প্রদান করা হয়। পরে কেক কাটা হয়। অনুষ্ঠানে সবুজ উদ্যান গ্রুপের এডমিন, মডারেটর ও  মেম্বারগণ উপস্থিত ছিলেন।
 

 গ্রাম বাংলা থেকে আরোও সংবাদ

ই-দেশকাল

আর্কাইভ