শনিবার , ০৫ অক্টোবর ২০২৪


রকি আহমেদ শরীয়তপুর : শরীয়তপুরের  উদ্যোগে প্রকৃতি বিজ্ঞানী গোপালচন্দ্র ভট্টাচার্যের ৪২তম প্রয়াণ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে  শনিবার (৮ এপ্রিল) সকাল ১১ টায় নড়িয়ায় গোপালচন্দ্র স্মৃতি উদ্যানে স্মরণসভার আয়োজন করা হয়। 

স্মরণসভায় স্থানীয়রা বলেন   কিটপতঙ্গ-চর্চার পথিকৃৎ গোপালচন্দ্র ভট্টাচার্য। যিনি মৃত্যুর আগ পর্যন্ত কিট-পতঙ্গ নিয়ে গবেষণা করে উদঘাটন করেছেন নানা রহস্য। কীটপতঙ্গ নিয়ে রচনা করেছেন প্রায় ৮শর অধিক গ্রন্থ। 

ইতিহাসে স্থান পেলেও আমাদের কাছে আজও অবহেলিত গোপালচন্দ্র ভট্টাচার্যে।  পৈতৃক ভিটা মাটি এবং তার সৃষ্টি । আমাদের নড়িয়ায় জন্ম নেওয়া এই প্রকৃতি বিজ্ঞানী থাকতে পারতেন নোবেলজয়ীদের কাতারে। সে কথা আমরা ক’জনই বা জানি?

তিনি আরও বলেন, বাংলা ভাষায় প্রকৃতি বিজ্ঞানীদের অন্যন্য পথিক গোপালচন্দ্র ভট্টাচার্য। এই ইতিহাস বিভিন্ন সামাজিক সংগঠন ও সরকারি ভাবে সবার মাঝে ছড়িয়ে দিতে হবে। এই প্রজন্মকে জানিয়ে দিতে হবে তার কীটপতঙ্গ নিয়ে নানা গবেষণা। 

 নড়িয়ায় লোনসিং গ্রামে গোপালচন্দ্র ভট্টাচার্যের স্বরণে স্মৃতি উদ্যান ও পাঠাগার রয়েছে। সরকারিভাবে উদ্যোগ গ্রহণ করলে এই স্থানকে ঘিরে গড়ে উঠতে পারে পর্যটনকেন্দ্র।  অর্থনৈতিকভাবে আরও সমৃদ্ধ হতে পারবে এই অঞ্চলটি।

স্বরণসভায় অন্যান্য বক্তারা বলেন, নড়িয়ার লোনসিং একজন বাংলা ভাষার প্রকৃতি বিজ্ঞানীর  স্মৃতিধন্য এই গ্রাম। এই গ্রামেরই প্রকৃতির প্রফেসিবিজ্ঞানী ডক্টর গোপাল গোপাল চন্দ্র দাস গোপাল গোপাল চন্দ্র বিজ্ঞানে গোপচন্দ্র সান্নিধ্যে থেকে তিনি করেছেন কীটপতঙ্গের গবেষণা। যার কারণে গোপালচন্দ্র হয়ে উঠেছিলেন প্রকৃতির মহান সাধক। সরকারি ভাবে উদ্যোগ নিলে পর্যটন শিল্পের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এই গোপালচন্দ্র স্মৃতি উদ্যান। 

আয়োজিত স্বরণসভায় আরও উপস্থিত ছিলেন,৷  লোনসিং  উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক   মাস্টার আলম ৷ প্রবাসী সাংবাদিক ইসমাইল হোসেন স্বপন।মাছরাঙ্গা টিভি জেলা প্রতিনিধি মোঃকবিরুজ্জামান, স্থানীয় আওয়ামী লীগ নেতা আল আমিন হামজা, চাকধ থিয়েটারের সভাপতি সাংবাদিক রকি আহমেদ সাধারণ সম্পাদক  গৌতম কুমার জয়, 

 মুক্তবাক থেকে আরোও সংবাদ

ই-দেশকাল

আর্কাইভ