শনিবার , ০২ ডিসেম্বর ২০২৩

আবুবকর সিদ্দিক,  সাটুরিয়া (মানিকগঞ্জ) থেকে

মানিকগঞ্জ:মানিকগঞ্জ সাটুরিয়া প্রেসক্লাবের উদ্যোগে শনিবার দুপুর ১ ঘটিকায় প্রেসক্লাবের সামনেসাংবাদিক নাদিম হত্যার প্রধান আসামীর ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে । মানববন্ধনেআলোচনায় সভায় মানিকগঞ্জ জেলা পরিষদের সদস্য রাজ্জাক হোসাইন রাজ বলেন, গণমাধ্যম রাষ্ট্রেরচতুর্থ স্তম্ভ, গণমাধ্যম কর্মীরা সমাজের অভ্যন্তরে অন্ধকার কে দূর করে বস্তু নিষ্ঠসংবাদ উপস্থাপন করে আলোর বার্তা সাধারণ জনগণের মাঝে পৌঁছে দেয় । তাই সংবাদ কর্মীদেরবস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ প্রচারে ও অপরাধ দমনে গণমাধ্যম এবং রাষ্ট্রকে একযোগে কাজকরতে হবে। সাধুর বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কে ইতিমধ্যে সরকারের আইন প্রয়োগকারীসংস্থা RAB আসামী বাবুকে গ্রেফতার করায় সরকার কে ধন্যবাদজানায় এবং অনতিবিলম্বে সকল আসামীদের গ্রেফতার করে সুষ্ট তদন্ত করে আসামীদের দৃষ্টান্তমূলকশাস্তি নিশ্চিত করার দাবি রাখেন।

 

মানববন্ধনেবক্তব্য রাখেন , সাটুরিয়া প্রেসক্লাবের সভাপতি মো শাহজাহান সরকার, সাধারণ সম্পাদক ওয়াশিমরাজা, গনকন্ঠ প্রতিনিধি শহিদুল ইসলাম খোকন,সাংবাদিক ময়নুল ইসলাম,  দেশকাল প্রতিনিধি মো: আবুবকর সিদ্দিক, খবরপত্র প্রতিনিধিএম,এ,রাজ্জাক, নিশান প্রতিনিধি শাহ আলম, সাংবাদিক সুমন সাংবাদিক সাইফুল ইসলাম প্রমুখ। এ সময়  উপজেলার বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রিকমিডিয়ার গণমাধ্যমকর্মী সহ বিভিন্ন প্রেশাজীবি লোকজন মানববন্ধনে  অংশ গ্রহন করে।

দৈনিক দেশকাল / আরএ/ ১৭জুন , ২০২৩

 মিডিয়াওয়াচ থেকে আরোও সংবাদ

ই-দেশকাল

আর্কাইভ