বুধবার , ১১ সেপ্টেম্বর ২০২৪


‘সবুজের ছায়াতলে পদার্পণ, সবুজ উদ্যানের বিচরণ’ এই স্লোগানকে সামনে রেখে গড়ে ওঠা সবুজ উদ্যান ফেইসবুক গ্রুপের পক্ষ থেকে সম্প্রতি রাজধানীর ধানমন্ডি এলাকার রবীন্দ্র সরোবরে আয়োজন করা হয় চায়ের আড্ডা, গাছ ও গাছের বীজ বিনিময় অনুষ্ঠান। গ্রুপের ফাউন্ডার অ্যাডমিন শারমিন আখতার, সিনিয়র অ্যাডমিন মুনমুন রহমান, অ্যাডমিন মাহফুজা ইয়াসমিন কল্পনা, অ্যাডমিন আল-হাসান রিয়াজ, সদস্য সাইফুল ইসলাম শিবলী, রাসেল মাহমুদ, মাসুম শ্রাবণ, ফাতেমা খান, মরিয়ম আখতারসহ গ্রুপের অন্য সদস্যরা অনুষ্ঠানে উপস্থিতছিলেন।
জলবায়ু, পরিবেশ ও গাছ নিয়ে গল্প এবং চায়ের আড্ডার মাঝে অনুষ্ঠানে বীজ বিতরণ, কেক কাটাও পুরস্কার প্রদান করা হয়।

২০২২ সালের ১ জানুয়ারি সবুজ উদ্যান ফেইসবুক গ্রুপ যাত্রা শুরু করে। প্রতিষ্ঠার পর থেকে পরিবেশ বান্ধব গাছ লাগানোর বিষয়ে মানুষকে অনুপ্রাণিত করছে এই গ্রুপ। দেশের বিভিন্ন জেলায় পরিবেশ ও গাছ নিয়ে আয়োজিত নানা অনুষ্ঠানে সফল বাগানীদের ক্রেস্ট, সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়। বর্তমানে সবুজ উদ্যান গ্রুপের সদস্য সংখ্যা ১৬ হাজারের বেশি।

 মুক্তবাক থেকে আরোও সংবাদ

ই-দেশকাল

আর্কাইভ