শনিবার , ০২ ডিসেম্বর ২০২৩

আখাউড়ায় সাংবাদিকদের ওপর হামলায় ২ জন আটক

দেশকাল ডেস্ক   রবিবার , ৩০ July ২০২৩

ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ারআখাউড়ায় সাংবাদিকদের  ওপর হামলায় দুই জনকে আটককরেছে পুলিশ।  আটক দুই জন হলেন  মাহাফুজ মিয়া (৭০) ও সুমন (২৯)। তারা সম্পর্কে পিতাও পুত্র। এ দিকে সাংবাদিকের উপর হামলার ঘটনায় রাতেই দ্রত বিচার আইনে মামলা নিয়েছে পুলিশ।  উল্লেখ্য গত শুক্রবার (২৮ জুলাই ) দি কমফোর্ট ডায়াগনস্টিকসেন্টারে এক নারী কর্মচারী ডাক্তারের ভিজিট চাইলে সুমন তাকে লাঞ্ছিত করে।   পরে সুমনের নেতৃত্বে ২০/২৫ জন যুবক সংঘবদ্ধ হয়েওই নারী কর্মচারীকে তুলে নিতে আসে। এ সময় খবর পেয়ে  কালের কণ্ঠের সাংবাদিক  বিশ্বজিৎ পাল ও দেশকালের সাংবাদিক আশিষ সাহা  ছুটে এসে বাধা দিলে তার ওপর হামলা চালায়। 

খবরপেয়ে পুলিশ  দ্রুত ঘটনাস্থলে ছুটে আসলে তারাদ্রুত সটকে পড়ে। পরে পুলিশ রাতভর অভিযান চালিয়ে ঘটনার দুই মূলহোতাকে আটক করে। এ ব্যাপারেআখাউড়া থানার পুলিশ পরিদর্শক (ওসি) মোঃ আসাদুল ইসলাম বলেন আটককৃত মামলাসহ আদালতে পাঠানোরব্যবস্থা করা হয়েছে।

দৈনিক দেশকাল / আরএ/ ৩০শেজুলাই,২০২৩

 মিডিয়াওয়াচ থেকে আরোও সংবাদ

ই-দেশকাল

আর্কাইভ