বুধবার , ১১ সেপ্টেম্বর ২০২৪

বাস দুর্ঘটনায় ব্রাজিলে নিহত ৭ ফুটবল ভক্ত

আন্তর্জাতিক ডেস্ক   সোমবার , ২১ আগষ্ট ২০২৩

বাস দুর্ঘটনায় ব্রাজিলে সাত ফুটবল ভক্তের মৃত্যু হয়েছে। দেশটির মিনাস গেরাইসে রবিবার সকালে এ দুর্ঘটনা ঘটে। রাষ্ট্রীয় সামরিক ফায়ার ব্রিগেড বিষয়টি নিশ্চিত করেছে। 

বেলো হরিজন্তের রাজধানী মিনাস গেরাইসে ক্রুজেইরোর বিপক্ষে একটি ফুটবল ম্যাচে অংশ নেয় করিন্থিয়ানস। ম্যাচ শেষে ওই বাসটি করিন্থিয়ানস ভক্তদের নিয়ে যাচ্ছিল। 

যাত্রীরা জানায়, বাসটিতে ৪৩ জনের মতো যাত্রী ছিল। স্থানীয় সময় রাত ২টা ৫০ মিনিটের দিকে বাসটি ব্রেক ফেল হলে এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার বিভাগ জানিয়েছে, দুর্ঘটনায় ৩৬ জন আহত হয়েছে। এদের মধ্যে ২৭ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। একজনের অবস্থা গুরুত্বর। 

এ দুর্ঘটনায় দুঃখ প্রকাশ করেছে ফুটবল ক্লাব করিন্থিয়ানস। যারা নিহত হয়েছে তাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে। এ ঘটনায় ব্রাজিলের অন্যান্য ফুটবল ক্লাবগুলো শোক প্রকাশ করেছে। 

ব্রাজিল প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা, যিনি একজন করিন্থিয়ানস ভক্ত, তিনিও নিহতদের পরিবার ও বন্ধুদের প্রতি সমবেদনা জানিয়েছেন।

সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক পোস্টে তিনি বলেন, যারা আহত হয়েছে তাদের দ্রুত সুস্থতা কামনা করছি। এছাড়া কী কারণে বাসটি দুর্ঘটনার শিকার হয়েছে তা খতিয়ে দেখা হবে।

দৈনিক দেশকাল/জেডইউ/ ২১ আগস্ট, ২০২৩

 জাতীয় থেকে আরোও সংবাদ

ই-দেশকাল

আর্কাইভ