শনিবার , ০৫ অক্টোবর ২০২৪

ঢাকা : দেশের অনলাইন ও অফলাইনভিত্তিক উদ্যোক্তাদের সংগঠন ‘অন্ট্রাপ্রেনিয়ার্স ক্লাব অব বাংলাদেশ’ (ই-ক্লাব)-এর পুনর্গঠিত কমিটির নতুন সভাপতি হয়েছেন ড. মো. শাহ আলম চৌধুরী এবং আবারও সাধারণ সম্পাদক হয়েছেন ই-কুরিয়ারের প্রধান নির্বাহী (সিইও) বিপ্লব ঘোষ রাহুল।

গেল ২৬ আগস্ট ধানমন্ডির একটি রেস্টুরেন্টে ক্লাবের নিবন্ধিত সদস্যদের একটি মিটআপ অনুষ্ঠানের মাধ্যমে নতুন ইসি কমিটিকে পরিচয় করিয়ে দেওয়া হয়। বিদায়ী কমিটির সভাপতি মারুফ লিয়াকাত চাকলাদার ও ই-ক্লাবের প্রতিষ্ঠাতা মোহাম্মদ শাহরিয়ার খান নতুন কমিটির কাছে দায়িত্ব তুলে দেন। 

নতুন কমিটির সহ-সভাপতি হয়েছেন পেন্টাগন গ্রুপের ব্যবস্খাপনা পরিচালক অন্তু করিম ও ঢাকা রিসোর্টের ব্যবস্খাপনা পরিচালক মো. সাজিবুল আল রাজিব। যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন  ইয়ুথ ক্যারিয়ার ইনস্টিটিউটের প্রধান নির্বাহী আরেফিন দিপু, দপ্তর সম্পাদক হয়েছেন পাবলিক স্পিকিং অফিশিয়ালের প্রধান নির্বাহী মো. সোলায়মান আহমেদ জিসান। 

সাংগঠনিক সম্পাদক হয়েছেন সমতা স্কুলের প্রতিষ্ঠাতা ফাহমিদা আহমেদ, পিআর সেক্রেটারি হয়েছেন লাকীস কালেকশনের ফাউন্ডার রাবেয়া খাতুন লাকি, মেম্বার সেক্রেটারি হয়েছেন চয়নিকা লাইফস্টাইলের ফাউন্ডার চয়ন সাহা। 

এছাড়া তিনজন পরিচালক নির্বাচিত হয়েছেন। তারা হলেন, ব্রান্ডিলেনের প্রতিষ্ঠাতা লিজা আক্তার হোসেন, ডি স্মার্ট গ্রুপের প্রধান নির্বাহী মো. মাইনুল হাসান দোলন ও অগ্রমনি প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক খাইরুল আলম লিমন।

নতুন সভাপতি ড. মো. শাহ আলম চৌধুরী ই-ক্লাবের গভর্নিংবডি ও সদস্যদের কাছে তার প্রতি আস্থা রাখার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি আগামি ১০০ দিনের একটি খসড়া তুলে ধরেন। 

গত বছরের ২২ ডিসেম্বর ই-ক্লাবের নতুন কমিটি গঠিত হয়। সাত মাস পর কমিটি পুনর্গঠিত হলো। ১২ সদস্যবিশিষ্ট নতুন কমিটিতে পাঁচটি পদে কোনো পরিবর্তন আসেনি। পরিচালকের একটি পদ কমিয়ে দপ্তর সম্পাদকের পদ সৃষ্টি করা হয়েছে। আগের কমিটিতে ১৩টি পদ ছিল। নতুন কমিটিতে সহ সভাপতির একটি পদ বাদ দেওয়া হয়েছে। 

অন্ট্রাপ্রেনিওরস ক্লাব অব বাংলাদেশ (ই-ক্লাব) ২০১৭ সাল থেকেই দেশের উদ্যোক্তাদের জন্য কাজ করে যাচ্ছে। এই ক্লাবের ৪৫০টিরও বেশি রেজিস্টার্ড উদ্যোক্তা সদস্য এবং ৩০০০০টিরও বেশি সামাজিক মাধ্যমের অনুসারী রয়েছে। ক্লাবটি বিভিন্ন ধরনের প্রশিক্ষণ, নেটওয়ার্কিং, সফট স্কিল বিকাশ, শিল্পভিত্তিক দক্ষতা প্রশিক্ষণ, এলাকাভিত্তিক উদ্যোক্তা মিটআপ, অনলাইন প্রশিক্ষণ, মেলা, গবেষণা এবং বিভিন্ন সামাজিক ও গঠনমূলক কার্যক্রমের মাধ্যমে উদ্যোক্তাদের সহায়তা প্রদান করে।

ই-ক্লাবের মূল লক্ষ্য হলো, বেকারদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা, উদ্যোক্তা সহায়ক প্রশিক্ষণ, তহবিল গঠন এবং ক্লাব সদস্যদের নিজেদের মাঝে ব্যবসার নেটওয়ার্ক বাড়ানো। সংগঠনটি মনে করে, উদ্যোক্তা তৈরির জন্য প্রয়োজন সমষ্টিগত কর্মপরিকল্পনা। আর সে লক্ষ্যে কাজ করে যাচ্ছে তারা। দুটি কমিটি, চারটি ফোরাম ও ১৩টি স্ট্যান্ডিং কমিটি নিয়ে সদস্যদের সার্বিক ব্যবসায়িক উন্নয়নে কাজ করছে ই-ক্লাব।

 ই-কমার্স ও উদ্যোক্তা থেকে আরোও সংবাদ

ই-দেশকাল

আর্কাইভ