ঢাকা : নারী উদ্যেক্তাদের জনপ্রিয় ফেসবুক পেজ ও গ্রুপ ‘ক্লোজেট বাই রিটা’। শনিবার (০৭ অক্টোবর) রাজধানীর মিরপুরের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হলো ‘ক্লোজেট বাই রিটা’র প্রথম পুনর্মিলনী।
৩০ জন নারী উদ্যেক্তার এই মিলনমেলাটি ছিল স্বতঃস্ফূর্ত। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সর্বজয়া ফাউন্ডেশনের সভাপতি নাফিসা আক্তার পলি ও বিশেষ অতিথি সর্বজয়া ফাউন্ডেশনের সহ সভাপতি আন্জুমান আরা এবং উদ্যোক্তা ও কথাসাহিত্যিক শ্যামলী খান।
উদ্যোক্তাদের পরিচয়পর্ব, অতিথিদের ফুল দিয়ে বরণ, মধ্যাহ্ন ভোজ, অতিথিদের বক্তব্য, ডিজিটাল মার্কেটিং নলেজ শেয়ারিং ওয়ার্কশপ, পণ্য প্রদর্শনী, র্যাফেল ড্র এবং ছবি তোলার মধ্য দিয়ে আনন্দঘন পরিবেশে আয়োজনটি শেষ হয়। প্রাণবন্ত অনুষ্ঠানটি পরিচালনা করেন কামরুন্নেসা আঁখি।
অনুষ্ঠানের আয়োজক ‘ক্লোজেট বাই রিটা’র প্রধান রাহিমা আক্তার রিটা জানান, আমরা যারা নারী উদ্যোক্তা আছি, পারস্পরিক যোগাযোগের মাধ্যমে আমাদের পণ্যের প্রচার ও প্রসারে একটি প্ল্যাটফর্ম হতে পারে ‘ক্লোজেট বাই রিটা’। এই লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি। সামনে আরো কিছু পরিকল্পনা আছে নারী উদ্যোক্তাদের নিয়ে।
উপস্থিত নারী উদ্যোক্তাদের নিয়ে ব্র্যান্ডিং এবং ডিজিটাল মার্কেটিং বিষয়ে ওয়ার্কশপ পরিচালনা করে ‘ই-বিজ ডিজিটাল’। নলেজ শেয়ারিং কর্মশালাটির পরিচালনা করেন ‘ই-বিজ ডিজিটাল’র প্রধান অপারেশন কর্মকর্তা (সিওও) আসিফ নেওয়াজ।
‘ক্লোজেট বাই রিটা’র প্রথম পুনর্মিলনীর ডিজিটাল ব্র্যাণ্ডিং পার্টনার ছিল ‘ই-বিজ ডিজিটাল’ ও পিআর পার্টনার ছিল ‘কিউরিয়াস মিডিয়া’। অনুষ্ঠানের মিডিয়া পার্টনার ‘ডেইলি ঢাকা প্রেস’, ‘উইমেন বাংলাদেশ’ ও ‘সারাবেলার সংবাদ’।