শনিবার , ০৫ অক্টোবর ২০২৪

৮ দিনেই ডেঙ্গুতে মৃত্যু ১০০ ছুঁই ছুঁই

  রবিবার , ০৮ অক্টোবর ২০২৩

ঢাকা : দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক দিনে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি মাসের প্রথম আট দিনে ডেঙ্গুতে ৯৭ জনের মৃত্যু হয়েছে। এ সময় মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়েছে ২০ হাজার ১৫৮ জন। এ নিয়ে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৮৬ জনে।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে আরও ২ হাজার ৭৪২ জন। রোববার (৮ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ সময়ের মধ্যে ঢাকায় ডেঙ্গু শনাক্ত হয়েছে ৬১২ জনের। ঢাকার বাইরে শনাক্ত হয়েছে ২ হাজার ১৩০ জনের। আর গত ২৪ ঘণ্টায় ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা ৩ হাজার ১০৬ জন। এর মধ্যে ঢাকার ৬৯৬ এবং ঢাকার বাইরে ২ হাজার ৪১০ জন। 

নতুন শনাক্তসহ চলতি বছর ডেঙ্গু আক্রান্ত মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ২৩ হাজার ৫৬৪ জনে। এর মধ্যে ঢাকায় ৮৮ হাজার ১৯৪ এবং ঢাকার বাইরে ১ লাখ ৩৫ হাজার ৩৭০ জন। এখন পর্যন্ত ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা ২ লাখ ১৩ হাজার ৬৭৮ জন। আর হাসপাতালে ভর্তি আছে ৮ হাজার ৮০০ জন। 

সেপ্টেম্বর মাসে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ৭৯ হাজার ৫৯৮ জন। আর এ সময় ডেঙ্গুতে ৩৯৬ জনের মৃত্যু হয়েছে। আগস্টে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ৭১ হাজার ৯৭৬ জন। আর মৃত্যু ৩৪২ জনের। আর জুলাই মাসে আক্রান্ত হয় ৪৩ হাজার ৮৫৪ জন। এ মাসে ২০৪ জনের মৃত্যু হয়।

 স্বাস্থ্যবার্তা থেকে আরোও সংবাদ

ই-দেশকাল

আর্কাইভ