সোমবার , ০২ ডিসেম্বর ২০২৪

১৮ মাসের মধ্যে বিটকয়েনের দাম সর্বোচ্চ

দেশকাল অনলাইন   বুধবার , ২৫ অক্টোবর ২০২৩

আবার বিটকয়েনের দাম বাড়তে শুরু করেছে। মঙ্গলবারও (২৪ অক্টোবর) শীর্ষ ক্রিপ্টোকারেন্সির দর বেড়েছে। এতে তা গত ১৮ মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে বিজনেস রেকর্ডারের এক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে।

তাতে বলা হয়, আলোচ্য কার্যদিবসে বিটকয়েনের মূল্য বৃদ্ধি পেয়েছে ১০ শতাংশ। ক্রিপ্টোটির দাম স্থির হয়েছে ৩৪ হাজার ৮৭২ ডলারে। গত দেড় বছরের মধ্যে যা সবচেয়ে বেশি।

শিগগিরই একটি এক্সচেঞ্জ-ট্রেডেড বিটকয়েন ফান্ড (ইটিএফ) আসছে বলে গুঞ্জন বেড়েছে। বাস্তবে এমনটি হলে ডিজিটাল মুদ্রাটির কদর আরও বেড়ে যাবে। মূলত এ খবরে কারেন্সিটির দর ব্যাপক ঊর্ধ্বমুখী হয়েছে। 

আগের কার্যদিবসে বিটকয়েনের দাম বেড়েছিল ১০ শতাংশ। দৈনিক ভিত্তিতে গত ১ বছরের মধ্যে তা ছিল সর্বোচ্চ। এ প্রেক্ষাপটে ক্রিপ্টো বাজার চড়া হয়। পাশাপাশি সংশ্লিষ্ট শেয়ারের মূল্য বৃদ্ধি পায়।

অনতিবিলম্বে এক্সচেঞ্জ-ট্রেডেড ফান্ডের (ইটিএফ) অনুমোদন দিতে পারে যুক্তরাষ্ট্রের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। এমনটি হলে ফান্ডটির অধীনে চলে যাবে বিটকয়েনের মালিকানা। এতে অনলাইন মুদ্রাটির নিরাপত্তা বাড়বে। ফলে চাহিদা বেড়েছে।

বিশ্বখ্যাত আর্থিক প্রতিষ্ঠান স্যাক্সোর প্রধান বিনিয়োগ কর্মকর্তা স্টিন জ্যাকবসেন বলেন, লোকজন যখন অধিক হারে কোনও সম্পদ ব্যবহার শুরু করেন, তখন সেই সম্পদের মূল্য বেড়ে যায়। সুতরাং ইটিএফ বড় বিনিয়োগকারী তৈরি করবে। সেই সঙ্গে বিটকয়েনের তারল্য বাড়াবে।

দৈনিক দেশকাল/জেডইউ/ ২৫ অক্টোবর, ২০২৩

 অর্থ-বাণিজ্য থেকে আরোও সংবাদ

ই-দেশকাল

আর্কাইভ