মো: মামুন-উর-রশিদ, বগুড়া প্রতিনিধি,
বগুড়া : উত্তরবঙ্গের প্রবেশদার খ্যাত বগুড়ার ঐতিহ্যবাহীপেশাজীবী সংগঠন ব্যাংকার্স ক্লাব, বগুড়া, আয়োজিত ২০২৩-২০২৫ সেশনের ৩৯-সদস্য বিশিষ্ঠকার্যনির্বাহী কমিটির অভিষেক ও ব্যাংকার্স পারিবারিক মিলনমেলা শনিবার বিকালে ব্রাকট্রেনিং সেন্টার, বেতগাড়ী, বনানী, বগুড়ায় অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথিহিসেবে উপস্থিত ছিলেন বগুড়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাসুদুর রহমানমিলন, সিআইপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশব্যাংকের পরিচালক ও ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোঃ শাহেদ আলী ও মোঃ সালাহ উদ্দিন এবংসোনালী ব্যাংকের, বগুড়ার, মহাব্যবস্থাপক ও ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোঃ আমিনুল ইসলাম।অনুষ্ঠানে অতিথিবৃন্দ, তাঁদের নিজ নিজ বক্তবে বলেন, ব্যাংকে সেসব সম্মানিত গ্রাহক আসেন,যাঁরা দেশের উন্নয়নে ভুমিকা রাখেন, অবদান রাখতে চান, তাঁদের উন্নয়ন অর্থ দেশের উন্নয়ন,দেশকে উন্নয়নের মহাসড়কে অবিচল রাখা, দেশকে সোনার বাংলা ও ষ্মার্ট বাংলাদেশ বিনির্মানে,বগুড়ার অভিষেক অনুষ্ঠানে ব্যাংকার্সরা সর্বোচ্চ পেশাদারিত্ব, সেবা ও পেপার-লেস্ এবংগ্রিন ব্যাংকিংয়ের মাধ্যমে দেশের উন্নয়নের স্বারথী হতে বদ্ধপরিকর।
মঞ্চে উপস্থিত ছিলেন ব্যাংকার্স ক্লাব,বগুড়ার, সাধারণ সম্পাদক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, বগুড়া (উত্তর) জোনাল ম্যানেজার মোঃ শাহিনুর ইসলাম। অভিষেক ও ব্যাংকার্সপারিবারিক মিলনমেলা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ রফিকুলইসলাম। ব্যাংকার্স ক্লাবের কার্য্যনির্বাহী কমিটির সদস্যদের ও তাদের পরিবারের সদস্যদেরমধ্যে খেলাধুলার মাধ্যমে বিকেলে অনুষ্ঠান শুরূ হয়। পরে পর্যায়ক্রমে স্নাক্স ও কফি গ্রহণ,কার্যনির্বাহী কমিটির অভিষেক, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, আকর্ষণীয় র্যাফেল ড্র ওনৈশ্য ভোজের মাধ্যমে অনুষ্ঠানটির শেষ হয়।
৫৭ টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান দ্বারাগঠিত ব্যাংকার্স ক্লাব, বগুড়া, ২০২৩-২০২৫ সেশনের ৩৯ সদস্য বিশিষ্ঠ কার্যনির্বাহী কমিটিসদস্যরা, তাঁদের পরিবারে সদস্যরা, আমন্ত্রিত অতিথিবৃন্দ, ব্যাংকার্স ক্লাবের অফিস সহায়কগন উপস্থিত ছিলেন । অনুষ্ঠানটি পরিচালনা করেন আলেয়া ফেরদৌসি ও জাকিয়া সুলতানা।
দৈনিক দেশকাল / আরএ / ২৮ অক্টোবর, ২০২৩