সোমবার , ০৪ নভেম্বর ২০২৪

কিং কাপের কোয়ার্টার ফাইনালে রোনালদোর আল-নাসর

ক্রীড়া ডেস্ক   বুধবার , ০১ নভেম্বর ২০২৩

সৌদি আরবের ঘরোয়া ফুটবল কিং কাপ চ্যাম্পিয়নসের কোয়ার্টার ফাইনালে উঠেছে ক্রিশ্চিয়ানো রোনালদোর ক্লাব আল-নাসর। সাদিও মানের একমাত্র গোলে আল-ইত্তিফাককে হারিয়ে শেষ আটে জায়গা নিশ্চিত করল তারা।

মঙ্গলবার (৩১ অক্টোবর) আল-আওয়াল পার্কে ইত্তিফাক-আল-নাসরের ম্যাচ হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। প্রথমার্ধে কোনো দল গোল পায়নি, গোল পায়নি ম্যাচের দ্বিতীয়ার্ধেও। যে কারণে শেষ ষোলোর মীমাংসা হয়েছে অতিরিক্ত সময়ের গোলে।

ম্যাচের ১২ মিনিটেই হলুদ কার্ড পান রোনালদো। প্রথমার্ধের শেষভাগে গিয়ে বড় ধরনের ধাক্কা খায় তার দল। এ সময় লাল কার্ড দেখে মাঠ ছাড়েন দলের গুরুত্বপূর্ণ সদস্য তালিস্কা। ফলে ১০ জনের দলে পরিণত হয় তারা।

লাল কার্ড দেখে ইত্তিফাকের এক খেলোয়াড়ও। তবে তখন ম্যাচের নির্ধারিত সময়ের বাকি আর এক মিনিট। গোলশূন্য থাকায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। অতিরিক্ত সময়েও কেউ গোলের দেখা পাচ্ছিল না।

অবশেষে সেই ডেডলক ভাঙে আল-নাসর। বদলি খেলোয়াড় আয়মান ইয়াহার অ্যাসিস্টে এ সময় গোলটি করেন সাদিও মানে। শেষ পর্যন্ত সেটিই থাকে ম্যাচের স্কোর লাইন। ফলে কোয়ার্টার ফাইনালে পা রাখে আল-নাসর।

দৈনিক দেশকাল/জেডইউ/ ০১ নভেম্বর, ২০২৩

 ক্রীড়াঙ্গন থেকে আরোও সংবাদ

ই-দেশকাল

আর্কাইভ