বুধবার , ১১ সেপ্টেম্বর ২০২৪

উরফি জাভেদের বিরুদ্ধে পুলিশের মামলা

আনন্দলোক ডেস্ক   শনিবার , ০৪ নভেম্বর ২০২৩

মুম্বাই পুলিশের সম্মান নষ্ট করার চেষ্টার অভিযোগে মামলা হয়েছে উরফি জাভেদের বিরুদ্ধে। উরফিসহ মোট পাঁচ জনের বিরুদ্ধে এ মামলা হয়েছে।

একটি ভিডিওতে দেখা গেছে উরফির সঙ্গে কথা বলছেন দু’জন পুলিশ কর্মকর্তা। এক জন উরফিকে জিজ্ঞাসা করেন, এত ছোট পোশাক পরে রাস্তায় কে ঘোরে? 

উরফিকে তাদের সঙ্গে থানায় যেতে বলতেও দেখা যায় এক পুলিশ কর্মকর্তাকে। কিছুক্ষণ বাদানুবাদ চলার পর উরফিকে পুলিশের গাড়িতে তোলা হয়। এই ভিডিও ভাইরাল হতেই উরফির খোঁজে মাঠে নামে পুলিশ। খোঁজ নিয়ে তারা জানতে পারেন, পুরো ভিডিওটিই প্রচারে থাকার জন্য উরফি নিজেই বানিয়েছেন। বিষয়টি পূর্বপরিকল্পিত এবং উরফির মস্তিষ্কপ্রসূত। 

পুলিশের চরিত্রে অভিনয় করার জন্য তিন জনকে ভাড়া করা হয়েছিল। যারা কনস্টেবল সেজেছিলেন তাদের প্রত্যেককে এক হাজার টাকা করে দেওয়া হয়েছিল। পুলিশ বলছে, সোশ্যাল সাইটে ফলোয়ার বাড়াতেই এই কাজ করেছেন উরফি। ভিডিওতে যাদের দেখা গেছে তাদের সকলের বিরুদ্ধে নোটিশ জারি করা হয়েছে।

দৈনিক দেশকাল/জেডইউ/ ০৪ নভেম্বর, ২০২৩

 বিনোদন থেকে আরোও সংবাদ

ই-দেশকাল

আর্কাইভ