১১ দিন আগে নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশের দিন দলটির নেতাকর্মীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষে এক পুলিশ সদস্য নিহতের ঘটনায় করা মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।
মঙ্গলবার (০৭ নভেম্বর) সকালে ঢাকা মহানগর পুলিশের মিডিয়া বিভাগের পক্ষ থেকে এক ক্ষুদেবার্তায় বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
সেখানে জানানো হয়েছে, গত ২৮ অক্টোবর পুলিশ হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)।
দুপুর ১২টায় ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে বিস্তারিত জানাবে পুলিশ। সেখানে কথা বলবেন সিটিটিসির প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আসাদুজ্জামান।
সরকার পতনের এক দফা আন্দোলনে গত ২৮ অক্টোবর রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে মহাসমাবেশ ডাকে বিএনপি। সমাবেশ শুরুর দেড় ঘণ্টার মধ্যেই দলটির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়। এতে পুলিশ কনস্টেবল আমিরুল ইসলাম পারভেজ মারা যান। আহত হন অর্ধশতাধিক পুলিশ সদস্যসহ আরও অনেকে।