বুধবার , ১১ সেপ্টেম্বর ২০২৪

পরীমা’র সঙ্গে যেমন কাটছে রাজ্যর দিন

আনন্দলোক ডেস্ক   মঙ্গলবার , ০৭ নভেম্বর ২০২৩

শরিফুল রাজের সঙ্গে সংসার ভাঙনের পর থেকে ছেলে রাজ্যকে নিয়ে একাই পথ চলছেন পরীমণি। বলা যায়, রাজ্যই এখন তার সব। কাজের পাশাপাশি অবসর সময়টুকু ছেলেকেই দেন তিনি। এমনকি শুটিংয়ে গেলেও রাজ্যকে সঙ্গে করে নিয়ে যান তিনি। রাজ্যর বাবা-মা বলতে এখন পরীমণিই।

সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা ছবি, ভিডিও বা খুনসুটির মুহূর্তগুলো দেখে বোঝাই যায়, ছেলেকে নিয়ে বেশ ভালোই আছেন পরীমণি। আর ভক্তরাও মুখিয়ে থাকেন রাজ্যর নতুন নতুন ভিডিও দেখার জন্য।

মঙ্গলবার (৭ নভেম্বর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুকে ছেলের একটি ভিডিও শেয়ার করেছেন পরীমণি। ক্যাপশনে নায়িকা লিখেছেন, এই যে একটা দুষ্টু বাচ্চা দেখেন। সঙ্গে জুড়ে দিয়েছেন লাভ ইমোজি।

ভিডিওতে দেখা যায়, বাচ্চাদের একটি ছোট্ট খেলার ঘরে বিভিন্ন খেলনা নিয়ে খেলছে রাজ্য। আর সেই মুহূর্তটি ক্যামেরাবন্দি করেছেন মা পরী। আর খেলার ছলে বেশ হাস্যোজ্জ্বলভাবেই নানান ভঙ্গিতে ক্যামেরায় তাকাচ্ছেন রাজ্য।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় সময়ই সন্তানের সঙ্গে ছোট ছোট খুনসুটিগুলো ভক্ত-অনুরাগীদের সঙ্গে শেয়ার করেন পরীমণি। ভক্তরাও বেশ পছন্দ করেন রাজ্য-পরীর আদরমাখা এই সুন্দর মুহূর্তগুলো।

এদিকে ভিডিওটি শেয়ার করা মাত্রই ২ লাখেরও বেশি প্রতিক্রিয়া পড়েছে নেটিজেনদের। রীতিমতো ভক্তদের মন্তব্যের ঝড় উঠেছে পরীমণির কমেন্টস বক্সে।

একজন লিখেছেন, ‘আমি ওর প্রতিটা ছবি-ভিডিও হাজার বার করে দেখি আর মায়ায় পড়ে যাই কত সুন্দর পরীর পদ্ম।’ আরেকজন লিখেছেন, মাশাল্লাহ আপু সব কষ্ট ভুলে যাওয়ার মতো একটা হাসি তোমার ছেলের। ও অনেক বড় হবে এই দোয়া করি। পরীর আরেক ভক্ত লিখেছেন, একজন সফল মা।

প্রসঙ্গত, শরিফুল রাজের সঙ্গে আনুষ্ঠানিক বিচ্ছেদের পর পুত্র রাজ্যকে ঘিরেই তার জীবন। পাশাপাশি ক্যারিয়ারে নজর দিতে চাচ্ছেন। মা হওয়ার সুবাদে দুই বছর কাজ থেকে দূরে ছিলেন। পরে বিরতি কাটিয়ে যুক্ত হয়েছেন একাধিক সিনেমায়। কয়েক দিন আগেই ‘ডোডোর গল্প’ নামের একটি নতুন সিনেমার শুটিং করেছেন তিনি। তবে শুটিং সেটেও তার সঙ্গী রাজ্য। বর্তমানে ছেলেকে নিয়ে বেশ ভালোই আছেন পরীমণি।

দৈনিক দেশকাল/জেডইউ/ ০৭ নভেম্বর, ২০২৩

 বিনোদন থেকে আরোও সংবাদ

ই-দেশকাল

আর্কাইভ