আন্তর্জাতিক বাজারে তেলের দাম আরও কমেছে। বুধবার (৮ নভেম্বর) জ্বালানি পণ্যটির দর গত ৩ মাসের মধ্যে সর্বনিম্নে নেমে গেছে। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে সিএনবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
এতে বলা হয়, বিশ্বের বৃহৎ অর্থনীতি যুক্তরাষ্ট্রে তেলের মজুত বেড়েছে। সেই সঙ্গে দেশটির প্রতিদ্বন্দ্বী তথা দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি চীনের মিশ্র প্রবৃদ্ধি হয়েছে। ফলে বিশ্বজুড়ে জ্বালানি পণ্যটির চাহিদা কমার উদ্বেগ দেখা দিয়েছে। তাই মূল্য হ্রাস পেয়েছে।
আলোচ্য কার্যদিবসে স্পট মার্কেটে বৈশ্বিক বেঞ্চমার্ক অপরিশোধিত ব্রেন্টের দরপতন ঘটেছে ২৫ সেন্ট। প্রতি ব্যারেলের দাম স্থির হয়েছে ৮১ ডলার ৩৬ সেন্টে।
একই কর্মদিবসে ফিউচার মার্কেটে মার্কিন বেঞ্চমার্ক অপরিশোধিত ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দর নিম্নমুখী হয়েছে ৩৫ সেন্ট। ব্যারেলপ্রতি মূল্য নিষ্পত্তি হয়েছে ৭৭ ডলার ০২ সেন্টে।
এদিন এশিয়ায় বাণিজ্যের শুরুতে উভয় বেঞ্চমার্কের দাম পড়েছে। ফলে তেলের দর ব্যারেলে গত ২৪ জুলাইয়ের পর সবচেয়ে কম হয়েছে।
গত সপ্তাহে ইউএস অপরিশোধিত তেলের মজুত বেড়েছে ১২ মিলিয়ন ব্যারেল। আমেরিকান পেট্রোলিয়াম ইনস্টিটিউটের বরাত দিয়ে বাজার সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
অন্যদিকে, চীনের অর্থনীতিতে মিশ্র প্রবণতা দেখা গেছে। ফলে বিশ্বের অন্যতম শীর্ষ ভোক্তা দেশটিতে তেলের চাহিদা হ্রাস পেতে পারে। সেই আশঙ্কায় জ্বালানি পণ্যটির দরপতন ঘটেছে।
আলোচিত কর্মদিবসে প্রধান আন্তর্জাতিক মুদ্রা ডলারের মান ঊর্ধ্বমুখী রয়েছে। ফলে আরও দর হারানো থেকে রক্ষা পেয়েছে তেল।