বৃহস্পতিবার , ১৩ ফেব্রুয়ারী ২০২৫

রাশমিকার পর এবার ভাইরাল ক্যাটের অশ্লীল ভিডিও

আনন্দলোক ডেস্ক   বুধবার , ০৮ নভেম্বর ২০২৩

কয়েকদিন আগেই সোশ্যাল মিডিয়ায় একটি আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ে দক্ষিণী নায়িকা রাশমিকা মান্দানার। এ নিয়ে সোশ্যালে অভিনেতা-অভিনেত্রীদের প্রতিবাদের মধ্যেই ফের একই ঘটনা ঘটল। এবার আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়লো বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফের।

আসন্ন ‘টাইগার-৩’ সিনেমার ট্রেলারের একটি দৃশ্যে স্নানপোশাকে দেখা গিয়েছিল ক্যাটরিনাকে। সেই দৃশ্যে শরীরে তোয়ালে জড়িয়ে অন্য একজন অভিনেত্রীর সঙ্গে লড়াই করতে দেখা যায় তাকে। সেই দৃশ্যেই ক্যাটরিনাকে আপত্তিকরভাবে উপস্থাপন করা হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যমের খবর, আসল ছবিতে ক্যাটরিনার গায়ে তোয়ালে থাকলেও সোশ্যালে ভাইরাল হওয়ায় ভিডিওতে তার শরীর অনাবৃত। আর ভিডিওটি আকর্ষণীয় করতে নায়িকার চেহারাতেও কিছুটা পরিবর্তন আনা হয়েছে। আর এই আপত্তিকর ভিডিওটি এখন সোশ্যালে ঘুড়ে বেড়াচ্ছে।

তবে নেটিজেনরা বলছেন, রাশমিকার ভিডিওটির মতো ক্যাটরিনার ভিডিওটিও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের (এআই) মাধ্যমে করা হয়েছে।

এদিকে রাশমিকার ভিডিও ভাইরাল হওয়ার ঘটনায় ইনস্টাগ্রাম হ্যান্ডেলে তিনি লিখেছিলেন, আমার যে ডিপফেক ভিডিও ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়, সেটা নিয়ে কথা বলতে গেলেও ভীষণ খারাপ লাগছে। আমি খুবই ব্যথিত। এ ঘটনা আমার কাছে খুবই ভয়ের।

এ ঘটনা শুধু তার জন্যই নয়, ক্যামেরার সামনে যারা কাজ করেন তাদের জন্যও ভয়ংকর বলে জানিয়েছেন রাশমিকা। এ ব্যাপারে তিনি বলেন, ভাবতেই ভয় করছে, কীভাবে প্রযুক্তির অপব্যবহার করা হচ্ছে। আজ একজন নারী ও অভিনেত্রী হিসেবে আমি আমার পরিবার, বন্ধু-বান্ধবীদের কাছে কৃতজ্ঞ; যারা আমাকে এই সময় সাপোর্ট করছেন।

দক্ষিণী এই নায়িকা আরও লিখেছিলেন, একবার ভাবুন, আমি যদি এই সময় স্কুল-কলেজ পড়ুয়া ছাত্রী হতাম। আমার তো মাথা কাজই করতো না যে, এই পরিস্থিতি কীভাবে সামাল দেব। আমাদের সবার এই ধরনের সমস্যা নিয়ে কথা বলা উচিত।

দৈনিক দেশকাল/জেডইউ/ ০৮ নভেম্বর, ২০২৩

 বিনোদন থেকে আরোও সংবাদ

ই-দেশকাল

আর্কাইভ