শনিবার , ০২ ডিসেম্বর ২০২৩

ইউরোপা লিগে প্রথম হার লিভারপুলের

ক্রীড়া ডেস্ক   শুক্রবার , ১০ নভেম্বর ২০২৩

চলতি মৌসুমে ইউরোপা লিগে প্রথমবারের মতো হারের স্বাদ পেলো লিভারপুল। অ্যাওয়ে ম্যাচে ফ্রান্সের ক্লাব তুলুজের কাছে ৩-২ ব্যবধানে হেরেছে ইংলিশ ক্লাবটি।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) দিবাগত রাতে তুলুজের মাঠে দুর্দান্ত খেলেও হারতে হলো প্রিমিয়ার লিগের ক্লাবটিকে। ম্যাচের ৩৬তম মিনিটে লিভারপুরের জালে প্রথম লক্ষ্যভেদ করেন তুলুরেজ মিডফিল্ডার অ্যারন ডোনাম। মাঝ মাঠ থেকে বল কেড়ে নিয়ে একাই গোলবক্সে ঢুকে দারুণ এক শটে লিভারপুলের জালে বল জড়ান তিনি।

দলকে সমতায় ফেরানোর জন্য পাল্টা কয়েক দফা আক্রমণ চালায় লিভারপুল। কিন্তু সফলতা পায়নি দ্য রেডসরা। অবশেষে ১-০ ব্যবধানে থেকেই বিরতিতে যায় লিভারপুল।

দ্বিতীয়ার্ধে নেমে আবারও গোল হজম করতে হলো লিভারপুলকে। ম্যাচের ৫৮তম মিনিটে দলকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন থিজস দালিঙ্গা।

লিভারপুল প্রথম গোলের দেখা পায় ৭৪তম মিনিটে (২-১)। তাও আবার আত্মঘাতী গোল। এর ২ মিনিট পর ফের লিভারপুলের জালে বল জমা করে তুলুজ। এবার দলকে এগিয়ে দেন (৩-১) ক্যামেরুনের ফরোয়ার্ড ফ্রাঙ্ক মেগ্রি।

ম্যাচের শেষের দিকে দলকে পয়েন্ট ভাগাভাগি করার কিছুটা আশা দেখিয়েছিল লিভারপুলের ফরোয়ার্ড দিয়ােগো জোতা। ৮৯ মিনিটে গোল করে ব্যবধান কমান (৩-২) পর্তুগালের তারকা ফুটবলার।

কিন্তু শেষ রক্ষা হয়নি। যদিও তৃতীয়বারের মতো তুলুজের জালে বল জড়িয়েছিল লিভারপুল। এলিস্টারের হাতে বল লাগায় (হ্যান্ডবল) গোলটি বাতিল করে দেন রেফারি। অবশেষে মৌসুমের প্রথম পরাজয়ের তিক্ত স্বাদ নিতে হলো লিভারপুলকে।

বর্তমানে চার ম্যাচ খেলে ৩ জয় আর এক হারে ৯ পয়েন্ট ই-গ্রুপের শীর্ষে রয়েছে লিভারপুল। অপরদিকে সমান ম্যাচ খেলে দুই জয়, এক হার আর এক ড্রতে ৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে তুলুজ।

দৈনিক দেশকাল/জেডইউ/ ১০ নভেম্বর, ২০২৩

 ক্রীড়াঙ্গন থেকে আরোও সংবাদ

ই-দেশকাল

আর্কাইভ