শনিবার , ০২ ডিসেম্বর ২০২৩

নির্বাচনের তফসিল ঘোষণায় টেকনাফ পৌর আঃলীগের আনন্দ মিছিল

দেশকাল ডেস্ক   বৃহস্পতিবার , ১৬ নভেম্বর ২০২৩

বাংলাদেশ নির্বাচন কমিশন কৃতক দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণায় টেকনাফপৌর আওয়ামী লীগের আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যা সাড়ে ৭.টায় টেকনাফ পৌরআওয়ামীলীগের সভাপতি ও কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ আব্দুররহমান বদি'র নির্দেশে এবং টেকনাফ পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলম বাহাদুরেরনেতৃত্বে টেকনাফ উপজেলা পৌর আওয়ামীলীগের কার্যালয় থেকে আনন্দ মিছিলটি বের হয়ে প্রধানসড়ক প্রদিক্ষণ করে শাপলা চত্বর হয়ে টেকনাফ উপজেলা ও পৌর আওয়ামীলীগ কার্যালয়ের সামনেএসে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত আলোচনায় সাধারণ সম্পাদক মোহাম্মদ আলম বাহাদুর বলেন, দেশেরউন্নয়ন, গণতন্ত্র ও ভোটের অধিকার রক্ষায় (উখিয়া-টেকনাফ) উপজেলা আওয়ামীলীগ ও পৌর আওয়ামীপরিবার সাবেক সংসদ সদস্য আলহাজ আব্দুর রহমান বদি'র নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে আগামী দ্বাদশজাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কার পক্ষে প্রচারণা চালিয়ে প্রতিযোগিতামূলক নির্বাচনেরমধ্য দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে আবারো এই কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ)এর লক্ষি আসনটি উপহার দেবো।

এ সময় অন্যান্যের মধ্যে টেকনাফ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সরওয়ার আলম,উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি কোহিনূর আক্তার, সাধারণ সম্পাদক গোলাপ বেগম, টেকনাফস্থল বন্দর ব্যবসায়ী আমিনুর রহমান আমিন, টেকনাফ পৌর শাখার ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতিজাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক হাজ্বী মোহাম্মদ ইউনুস, ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতিমোঃ আবুল কাশেম, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম লাদেন, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগেরসভাপতি এহতেশামুল হক বাহাদুর, সাধারণ সম্পাদক এবাদুর রহিম বাদল, ৪নং ওয়ার্ড আওয়ামীলীগেরসভাপতি ছৈয়দুর রহমান, সাধারণ সম্পাদক ফরিদ আহমদ, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাজ্বীএমদাদ হোসেন, সাধারণ সম্পাদক মোঃ ওবায়দুল্লাহ, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাফেজআহমদ, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন চৌধুরী, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ওমর ফারুক,সাধারণ সম্পাদক শামসুল আলম, ৮নংওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি হাজ্বী আবু হানিফ,সাধারণসম্পাদক মোহাম্মদ আলমগীর, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রহমান,সাধারণ সম্পাদক এমদাদ হোসেন, পৌর আওয়ামী লীগের সদস্য আবদুল গফুর, আবুল কালাম, আমিনুররহমান, সাইফুদ্দীন মুহাম্মদ মামুনসহ বিভিন্ন নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্যবুধবার সন্ধ্যা ৭টায় প্রধান নির্বাচন কমিশনার হাবিবুল আওয়াল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেরতফসিল ঘোষণা করেন। নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৭ জানুয়ারি। ৩০ নভেম্বর মনোনয়ন দাখিল।যাচাই ১-৪ ডিসেম্বর। প্রত্যাহার ১৭ ডিসেম্বর। প্রতিক বরাদ্দ ১৮ ডিসেম্বর। প্রচারণাশুরু ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি

 গ্রাম বাংলা থেকে আরোও সংবাদ

ই-দেশকাল

আর্কাইভ