শনিবার , ০৫ অক্টোবর ২০২৪

নিয়মিত ওষুধ সেবনে সুস্থ হচ্ছে এইডস-এ আক্রান্তরা

দেশকাল অনলাইন   শুক্রবার , ০১ ডিসেম্বর ২০২৩

 
এইচআইভি ভাইরাসে আক্রান্ত হয়েও নিয়মিত সঠিক চিকিৎসায় সুস্থ সন্তান জন্ম দিচ্ছেন অনেকে। দেশে গত ১০ বছরে (২০১৩ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত) এইডস আক্রান্ত নারী ও পুরুষ ২৭০ জন সন্তান জন্ম নিয়েছে, যার মধ্যে ২৫৯ জন নবজাতক এইচআইভিমুক্ত।

এই রোগের চিকিৎসায় সারা দেশের ২৩ জেলায় এইচআইভি পরীক্ষা কেন্দ্র রয়েছে। এরমধ্যে ১৩টি কেন্দ্রে ‘এন্টি রেট্রোভাইরাল থেরাপি’—(এআরটি) সেন্টার বা চিকিৎসাব্যবস্থা আছে। ঐসব সেন্টারে আসা রোগীরা এই সফলতা পেয়েছেন। ফলে রোগটি প্রতিরোধে ব্যাপক জনসচেতনতা তৈরির পাশাপাশি দ্রুত রোগী শনাক্ত করে আক্রান্তদেরকে চিকিৎসা দিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্ট চিকিত্সকরা।

জাতীয় এইডস/এসটিডি কর্মসূচি সংশ্লিষ্টরা জানান, এইডস রোগী চিকিত্সকের পরামর্শমতে এআরটি সেন্টার থেকে নিয়মিত প্রয়োজনীয় ওষুধ সেবনে সুস্থ সন্তান প্রসব করছেন। সঠিক নিয়মে চিকিৎসা নিয়ে সুস্থ সন্তান প্রসবে সফলতার হার প্রায় ৯৮ শতাংশ। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ভাইরোলজি বিভাগের অধ্যাপক ডা. সাইফ উল্লাহ মুন্সী বলেন, এইডস আক্রান্ত কোনো পুরুষ বা নারী চিকিত্সকের পরামর্শ মেনে সঠিক নিয়মে ওষুধ খেলে একটা সময় তার রক্তে এইচআইভি ভাইরাসের অস্তিত্ব থাকে না। 

এদিকে এইডস সম্পর্কে জনসচেতনতা তৈরিতে আজ ১ ডিসেম্বর, শুক্রবার  অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালিত হবে ‘বিশ্ব এইডস দিবস-২০২৩’। দিবসটি উপলক্ষ্যে আসিডিডিআরবি, কেয়ার বাংলাদেশ, সেভ দ্যা চিলড্রেনসহ বেসরকারি সংস্থাগুলো সচেতনতামূলক বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। এ বছর দিবসের প্রতিপাদ্য হয়েছে— (লেটস কমিউনিটিস লিড) বাংলায় করা হয়েছে—‘কমিউনিটির আমন্ত্রণ, এইডস হবে নিয়ন্ত্রণ’। আগামী ১০ ডিসেম্বর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উদোগে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আলোচনাসভার আয়োজন করা হয়েছে। সভায় স্বাস্থ্যমন্ত্রী চলতি বছরের এইডস পরিস্থিতি তুলে ধরবেন।

 জাতীয় থেকে আরোও সংবাদ

ই-দেশকাল

আর্কাইভ