মঙ্গলবার , ১৮ মার্চ ২০২৫

জেলা প্রতিনিধি, রকি আহমেদ:২৯জানুয়ারি বেলা ১টা ৩০মিনিটে শরীয়তপুর নড়িয়া উপজেলা ঘড়িসার বাজার হেলথ কেয়ার হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার কে রেজিস্ট্রেশন না থাকায় ভ্রাম্যমান আদালত সিলগালার নির্দেশ প্রদান করেন নড়িয়া উপজেলা সহকারী কমিশনার ভুমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ পারভেজ। তিনি সাংবাদিকদের বলেন শরীয়তপুর নড়িয়া ঘড়িষার বাজার হেলথ কেয়ার হাসপাতালের এন্ড ডায়াগনস্টিক সেন্টারটি রেজিস্ট্রেশন ছাড়া পরিচালনা করে আসছে তাই অদ্য প্রতিষ্ঠানকে রেজিস্টেশন না পাওয়া পর্যন্ত বন্ধ করে দেয়া হয়েছে। তিনি আরো বলেন রেজিস্ট্রেশনবিহীন প্রত্যেক ডায়গনস্টিক হাসপাতাল পরিদর্শন করে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।। এ বিষয়ে হেলথ কেয়ার হাসপাতাল ডায়াগনস্টিক সেন্টার এর পরিচালক ফেরদৌস বলেন তারা রেজিস্ট্রেশনের জন্য আবেদন করা হয়েছে। এবং তাদের আগাম নোটিশ না দেয়ায় যথাযথ কাগজপত্র সংগ্রহ করতে পারেনি।।

 আইন-অপরাধ থেকে আরোও সংবাদ

ই-দেশকাল

আর্কাইভ