শনিবার , ০৫ অক্টোবর ২০২৪

নির্বাচন পরবর্তী সময়ে সরকারের করনীয়

ডাঃ মোঃ শাহ আলম   সোমবার , ০৫ ফেব্রুয়ারী ২০২৪

দ্বাদশ জাতীয় সংসদ নিয়ে কথা বলব না। একদল আসবে না আরেক দল সংবিধান অনুযায়ী নির্বাচন  করতে বদ্ধপরিকর। সুতরাং নির্বাচন কমিশন সংবিধানের বাহিরে যাবার কোন সুযোগ নেই। সুতরাং যা হবার তাই হয়েছে। বর্তমানে বাংলাদেশে প্রধানমন্ত্রী সব কিছুই তার করা লাগবে নতুবা কোন ঝামেলা সূরাহা হচ্ছে না। বর্তমান  সরকারের প্রথম  চ্যালেঞ্জ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম সহনীয়  প্রর্যায়ে রাখা। তা করতে হলে মনিটরিং ও ব্যবসায়ী সংগঠন গুলোকে কাজে লাগানো। দেশ থেকে টাকা পাচার হয়েছে তা জনগনের   মুখে মুখে উঠে এসেছে। পাচারকারী কারা তাদের নাম তদন্তের মাধ্যমে প্রকাশ করা । কানাডা বেগম পাড়ায় কাদের বাড়ি, সুইস ব্যাংকে কাদের টাকা জাতি জানতে চায়? সরকারের কর্তব্য হলো বিভিন্ন গোয়েন্দা সংস্থা দিয়ে তদন্ত করে জরুরি ভিত্তিতে ব্যবস্হা নেওয়া। দৈনিক প্রথম আলো পত্রিকা বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির বিষয়টিতে বাংলাদেশের ১২জন কর্মকর্তার নাম তদন্তে বেরিয়েছে তা প্রকাশিত হয়েছে। এটি একটি ভালো খবর এবং তাদেরকে আইনের আওতায় এনে প্রয়োজনীয় ব্যবস্হা  দ্রুত নেওয়া প্রয়োজন । ব্যাংকিং খাতে শৃংখলা ফিরিয়ে আনা বাংলাদেশের  আপামর জনসাধারণের দাবি। বাজার মনিটরিং, বাজার সিন্ডিকেট ভেংগে দেওয়া, অর্থ  পাচারকারী আইনের আওতায় এনে বিচারের ব্যবস্হা নিতে পারলে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম স্থিতিশীল আসার সম্ভাবনা থাকবে। সরকারের উচিত হবে দুর্নীতি, চাঁদাবাজি, মাদক জিরোটলারেন্স নীতি গ্রহণ করা। যে সকল এমপি নির্বাচনে যে সম্পদ দাখিল করেছেন সরকারের উচিত এগুলোর বৈধতা এবং সম্পদের উৎস সঠিক কিনা। এমপিদের সম্পদের অবস্থা দেখে জনগণের চোখ চড়কগাছ। প্রধানমন্ত্রী  বাংলাদেশকে উন্নয়নের মহাসড়কে উঠিয়েছেন তেমনি নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম সহনীয় পর্যায়ে রাখা, পাচারকারী চক্রের বিচারের আয়োজন করা,দুর্নীতি, চাঁদাবাজি, মাদক জিরো টলারেন্স রাখা উচিত। সরকারের উচিত মানুষকে ধমক বা ভয় না দেখিয়ে নিড বেসিস সমস্যার সমাধানে এগিয়ে আসা। মানুষের বিশ্বাস প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা উপরে আলোচিত বিষয় গুলোর গুরুত্ব দিয়ে বাংলাদেশের মানুষের আশা আকাংখার প্রতিফলন ঘটাবে।
লেখক :
সাবেক পরিচালক (স্বাস্থ্য)
সাধারণ সম্পাদক , স্বাচিপ ব্রাহ্মণবাড়িয়া জেলা

 উপসম্পাদকীয় থেকে আরোও সংবাদ

ই-দেশকাল

আর্কাইভ