শনিবার , ০৫ অক্টোবর ২০২৪

ডিজিটাল মেডিসিন শপ প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন

দেশকাল ডেস্ক   সোমবার , ০৫ ফেব্রুয়ারী ২০২৪

ব্রিটিশ সরকারের ফরেন কমনওয়েলথ এবং ডেভেলপমেন্ট অফিসেরআর্থিক সহযোগিতায় ঔষধ প্রশাসন অধিদপ্তরের ( ডিজিডিএ ) সরাসরি তত্ত্বাবধানে এবং বাংলাদেশফার্মেসী কাউন্সিল ( পিসিবি ) এর বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিষ্টস সমিতির( সিসিডিএস ) সহযোগিতায় সায়েন্স ফর হেল্থ (এম এস এইচ) এর বেটার হেল্থ ইন বাংলাদেশ বিএইচবি প্রকল্পেরকারিগরি সহায়তা দেশের ৩২ টি জেলায় মডেল মেডিসিন শপ স্থাপন ও পরিচালনার উদ্দেশ্যে ৪র্থগ্রপ করে ১০টি ব্যাচের ৪০০জন প্রশিক্ষনার্থীদের অনলাইন প্রশিক্ষণের কার্যক্রম শুরুকরা হয় এবং ঔষধের গুণগত মান টিকরেখে গুড ফার্মেসী প্রেকটিস জিপিপি নিশ্চিত করনের মাধ্যমেকরোন মহামারী সংক্রমণ প্রতিরোধ ও নিয়ত্মনে ফার্মাসিস্ট ও ফার্মেসী টেকনিশিয়ানদের কার্যক্রমনিয়ে এই প্রশিক্ষণটির আয়োজন করা হয়।

উক্ত ট্রেনিং কার্যক্রমের ধারাবাহিক অংশ হিসাবে রাজশাহীজেলার ২৩ জন এবং মৌলভীবাজার জেলা ১৮ জন প্রশিক্ষণার্থীদের উপস্থিতিতে গত ২৮ জানুয়ারি২০২৪ রোজ সোমবার প্রশিক্ষণ কার্যক্রম এর শুভ উদ্বোধন করা হয়েছিল যা আগামী ২২ শে ফেব্রুয়ারিতে২০২৪ রোজ রবিবার পর্যন্ত একটানা ১২ দিন ( শুক্রবার ব্যাতিত ) চলমান থাকবে প্রশিক্ষণকার্যক্রম। প্রতিদিন বিকেল ২টা থেকে বিকেল ৩-৪৫ মিনিট পর্যন্ত চলবে । উক্ত অনুষ্ঠানপরিচালনায় ছিলেন বিএইচবি এম এস এইচ এর জনাব শফিকুল ইসলাম সবুজ ।

দৈনিক দেশকাল/ আরএ / ৫ই ফেব্রুয়ারি, ২০২৪

 

 ই-কমার্স ও উদ্যোক্তা থেকে আরোও সংবাদ

ই-দেশকাল

আর্কাইভ