বুধবার , ১১ সেপ্টেম্বর ২০২৪

সাংবাদিকতায় দুই যুগ পুর্তিতে বিশ্বজিৎ পালকে সংবর্ধনা

দেশকাল ডেস্ক   বুধবার , ২১ ফেব্রুয়ারী ২০২৪

আশীষ সাহা ,,আখাউড়া থেকে
ব্রাহ্মণবাড়িয়া: সফলভাবে সাংবাদিকতায় দুই যুগ পুর্তিতে কালের কণ্ঠের ব্রাহ্মণবাড়িয়াজেলা প্রতিনিধি বিশ্বজিৎ পাল বাবুকে সংবর্ধনা দেওয়া হয়েছে।  সরস্বতী পুজা উপলক্ষে গত বৃহস্পতিবার রাতে ব্রাহ্মণবাড়িয়ারআখাউড়ায় অরুণ সংঘ আয়োজিত অনুষ্ঠানে তাকে এ সংবর্ধনা দেওয়া হয়। ওই অনুষ্ঠানে দুজন শিক্ষকসহবিভিন্ন ক্যাটাগরিতে আরো তিনজনকে সংবধর্না দেওয়া হয়। সংবর্ধিতরা হলেন, রাধানগর সরকারিপ্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. জাকির হোসেন, ওই বিদ্যালয়ের বর্তমান প্রধানশিক্ষক মৌসুমী আক্তার, নববন্ধন খেলাঘর আসরের সাধারন সম্পাদক জুটন বনিক, রাধানগর স্পোর্টিংক্লাবের সাধারন  সম্পাদক রাখাল দাস, চ্যানেলআই সেরা কণ্ঠের সেরা দশ এর মণি দাস। পূজার বিশেষ প্রদর্শনীতে সম্পৃক্ত থাকা ৩১ শিশুকেঅনুষ্ঠানে শুভেচ্ছা উপহার দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, স্বাস্থ্য অধিদপ্তরের আইইডিসিইআর এর মুখ্য বৈজ্ঞানিককর্মকর্তা ডা. মো. শাহ আলম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টানঐক্য পরিষদের সভাপতি চন্দন কুমার ঘোষ, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মো. আব্দুল মমিনবাবুল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা লুৎফুর রহমান, ইউনিয়নপরিষদের সাবেক সদস্য মো. আব্দুল হান্নান, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি রুবেল আহমেদ।অনুষ্ঠানে বরেণ্য লোকসংগীত শিল্পী কুদ্দুছ বয়াতি সংগীত পরিবেশন করেন। এতে ব্রাহ্মণবাড়িয়াসাংবাদিক ইউনিয়নের সভাপতি দীপক চৌধুরী বাপ্পী, উপজেলা পুজা উদযাপন পরিষদের আহবায়ক দীপককুমার ঘোষ, যুবলীগ নেতা মো. মনির খান, মো. মনির হোসেন, সাংবাদিক সোহেলপ্রমুখ যুক্তছিলেন।

 মিডিয়াওয়াচ থেকে আরোও সংবাদ

ই-দেশকাল

আর্কাইভ