বুধবার , ১২ ফেব্রুয়ারী ২০২৫

কমলগঞ্জ উপজেলাপ্রশাসন ও হীড বাংলাদেশ মৌলভীবাজার কর্তৃক ২৬ শে মার্চ  মহান স্বাধীনতা  ও জাতীয় দিবসে কমলগঞ্জ উপজেলা শহিদ মিনারে পুস্পস্তবকঅর্পণ করে।বিভিন্ন কর্মসূচি দিয়ে উক্ত দিবস পালন করে এর মধ্যে ছিল কুচকাওয়াজ ও ছাত্র//ছাত্রীদের মধ্যে  ক্রিড়া প্রতিযোগিতায় ।স্থান-তীলকপুর ফুটবল মাট। এ সময়  উপস্থিত ছিলেন হীডবাংলাদেশ মৌলভীবাজার এর আঞ্চলিক ব্যবস্থাপক জনাব তপন সাহা সহ আর  কর্মকর্তা ও কর্মচারীগন উপস্থিত ছিলেন এবং আর উপস্থিতছিলেন কমলগঞ্জ উপজেলা চেয়ারম্যান অধ্যাপক রফিকুর রহমান এবং কমলগঞ্জ উপজেলা নির্বাহীকর্মকর্তা জনাব জয়নাল আবেদীন সহ আর সরকারি কর্মকর্তা ও কর্মচারীগন উপস্থিত ছিলেন ।

দৈনিক দেশকাল/ আরএ / ২৬ই মার্চ , ২০২৪

 সারাবাংলা থেকে আরোও সংবাদ

ই-দেশকাল

আর্কাইভ