সোমবার , ১৭ মার্চ ২০২৫

শনিবার সকাল ১১ ঘটিকায় কমলগঞ্জে রাধামাধব জিউ সেবা পরিচালনায় সমিতিরবাংলাদেশ আঞ্চলিক কমিটি ও অভ্যর্থনা এবং ব্যবস্থাপনা ও মনিপুরী সমাজ কল্যাণ সমিতি ওবাংলাদেশ যুবকল্যান সমিতি এবং মহা রাসলীলা সেবা সংঘ কর্তৃক আয়োজিত কমলগঞ্জ মাধবপুরশিববাজার রাধামাধব জিউ মন্দির সেবা সমিতি বৃন্দাবনধাম ভারতের ১৪৪ তম অধিবেশনে শুভ সূচনাকরা হয়। মনিপুরী সমাজ কল্যাণ সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা বাবু আনন্দমহন এর সভাপতিত্বে অতিথি হয়ে  কমলগঞ্জ মনিপুরী ললিতকলা একাডেমি অতিরিক্ত পরিচালক(ভারপ্রাপ্ত)জনাব জয়নাল আবেদীন মহোদয় অধিবেশনে শুভ সূচনা করেন।স্থান- কমলগঞ্জ মনিপুরী ললিতকলা একাডেমিহল রুম। বিশেষ অতিথি হয়ে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা চেয়ারম্যান অধ্যাপক রফিকুর রহমান,মনিপুরী সমাজ কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক বাবু কমলা কান্ত সিংহ ,ভারতের আসাম থেকেআগত অতিথি রাধামাধব সেবা সমিতির পক্ষে অতিথি হিসাবে উপস্থিত ও স্বাগত বক্তব্য রাখেনকুমকুম সিংহ , সিলেট কর কমিশনার কাজল সিংহ, ললিতকলা একাডেমি গবেষণা কর্মকর্তা জনাবপ্রভাষ কুমার সিংহ, আলিনগর ইউনিয়ন চেয়ারম্যান নিয়াজ মোর্শেদ রাজু সহ ভারত থেকে আগতপ্রায় ৫ শত জন অতিথি উক্ত অনুষ্ঠান আগমন করে অনুষ্ঠানকে প্রানবন্ত করেন। অনুষ্ঠান পরিচালনাকরেন মহা রাসলীলা সেবা  সংঘের সাধারণ শ্যামসিংহ ।

 সারাবাংলা থেকে আরোও সংবাদ

ই-দেশকাল

আর্কাইভ