২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শরীয়তপুর নড়িয়া চাকধ থিয়েটারের আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা সৈনিক ডাঃগোলাম মাওলার স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। ৮ই ফাগুন ২১শে ফেব্রুয়ারি ২০২৪ বুধবার বিকাল ৪টায় ভোর হলো সাংস্কৃতিক বিদ্যালয় কলুকাঠি নড়িয়া একাডেমিতে এ স্মরণ সভার আয়োজন করা হয়। স্মরণ সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ গ্রাম থিয়েটার হাজী শরীয়তুল্লাহ অঞ্চলের সমন্বয়কারী সাংবাদিক রকি আহমেদ,চাকধ থিয়েটার সাধারণ সম্পাদক গৌতম কুমার জয়, সাংগঠনিক সম্পাদক লিটন বাড়ৈ, যুগ্ম সম্পাদক সাংবাদিক জাহাঙ্গীর ছৈয়াল, সদস্য মাস্টার শহিদুল ইসলাম, গৌতম মন্ডল, বাউল শিল্পী আবুল হোসেন সহ নাট্যকর্মী বৃন্দ। স্মরণসভায় ভাষা শহীদদের স্মরণে আলোচনা দেশাত্মবোধক গান, কবিতা আবৃত্তি পরিবেশন করা হয়।