শনিবার , ০৫ অক্টোবর ২০২৪

তিলোত্তমা ঢাকায় আছি

শোয়েব চৌধুরী   বুধবার , ০৩ এপ্রিল ২০২৪

কেমন করে বলি আমি
এই শহরে থাকি
পোকা-মাকড় আর মশার সাথে আমার ঘর বসতি;
উন্নয়নের চাকার সাথে মারি কত জারিজুরি।

কাগজে দেখি বায়ু নাকি
সীসায় থাকে ভারী
ইউটিউবে চলে অবিরত
মোল্লা বেটার আহাজারি।

রোজার মাসে বেপোরয়া মানুষ ঠকানোর কারবারি
আলাদিনের চেরাগ হাতে
সদা প্রস্তুত পোশাকধারী
শশ্রুমণ্ডিত ব্যাংক খেকোদের উদ্ধত বাহাদুরি।

ভোল্টে উধাও সোনা দানা
ব্যাংকে নাই কানা কড়ি
তারপরও তোমায় আমি কত ভালোবাসি।

শত বাধা বিপত্তিতে প্রাণের ঢাকায় থাকি
নিত্য নতুন আশায় প্রতিদিন জেগে উঠি...।

 সাহিত্যাঙ্গন থেকে আরোও সংবাদ

ই-দেশকাল

আর্কাইভ