দাঙ্গা এবং মাদকমুক্ত সমৃদ্ধ সরাইল গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান শের আলম মিয়া।
মঙ্গলবার রাতে উপজেলার কালিকচ্ছ বাজারে জনতার উদ্দেশ্যে শের আলম মিয়া বলেন, “আমি লুটপাট করতে আসিনি । নির্বাচন করতে আমার টাকা লাগেনি । আমি কিসের টাকা তুলব? আপনাদের টাকা দিয়ে আমাকে চেয়ারম্যান বানিয়েছেন। আমি আপনাদের জন্য কাজ করব।”
বাজারের ব্যবসায়ীদের উদ্দেশ্য করে তরুণ উপজেলা চেয়ারম্যান বলেন, “ব্যবসা করতে বাংলাদেশের যে কোন জায়গায় আসা-যাওয়া করবেন।কোন সমস্যায় পড়লে গর্ব করে বলবেন, আমার ছেলে উপজেলা চেয়ারম্যান, আমার ছোট ভাই উপজেলা চেয়ারম্যান, আমার বড় ভাই উপজেলা চেয়ারম্যান। সমস্যায় পড়ে বাংলাদেশের যে কোন জায়গা থেকে ফোন দিবেন। আপনার জন্য আমি টেকনাফ হলেও যাব। আমি আগেই বলেছি আমি আপনাদের সন্তান।”
শের আলম মিয়া বলেন, “আমি আপনাদের কাছে অনুরোধ করি, কোনো ব্যাপারে দাঙ্গায় জড়িত হবেন না। কারণ সামান্য আঘাতেও মানুষের মৃত্যু হয়। এই ক্ষতি থেকে এলাকার মানুষকে বাঁচাতে হবে। সরাইল উপজেলাকে দাঙ্গা ও মাদক মুক্ত করতে সকলের সহযোগিতা চাই।”
ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এলাকায় সুষম উন্নয়নের আশ্বাস দেন চেয়ারম্যান শের আলম।
সরাইল উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক সভাপতি এডভোকেট আশরাফ উদ্দিন মন্তু এসময় উপস্থিত ছিলেন।