সোমবার , ০২ ডিসেম্বর ২০২৪

বগুড়া টিএমএসএস মেডিকেল কলেজের

এমবিবিএস প্রথম বর্ষের ওরিয়েন্টেশন

দেশকাল ডেস্ক   বুধবার , ০৫ জুন e ২০২৪

বগুড়া: টিএমএসএস মেডিকেল কলেজ এর এমবিবিএস ২০২৩-২৪ সেশনের প্রথম বর্ষ (১৬তম ব্যাচ) এর ওরিয়েন্টেশনপ্রোগ্রাম গতকাল বগুড়ায় কলেজ ক্যাম্পাসে অনুষ্টিত হয়। উক্ত অনুষ্ঠানে আলোচনা সভায় প্রধানঅতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বগুড়া-৭ আসনের সংসদ সদস্য প্রফেসর ডা.মোঃমোস্তফা আলম নান্নু। টিএমএসএস মেডিকেল কলেজের প্রফেসর ডা. একেএম মাসুদুর রহমান সেমিনারহলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনায়বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন টিএমএসএস প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক অধ্যাপিকাড. হোসনে আরা বেগম।

টিএমএসএসমেডিকেল কলেজ অধ্যক্ষ প্রফেসর ডা.জাকির হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেনটিএমএসএস উপ-নির্বাহী পরিচালক ডা মোঃ মতিউর রহমান, ব্রিগেডিয়ার জেনারেল(অবঃ)ও পরিচালক(টিএমসি এ্যান্ড আরসিএইচ) ডা. মোঃ জামিলুর রহমান ও চিকিৎসা শিক্ষা ডোমেইন প্রধান অধ্যাপকডাঃ মোঃ অনুপ রহমান চৌধুরী প্রমুখ।

এছাড়াওমেডিকেল কলেজের বিভিন্ন বিভাগের প্রধান, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থী বক্তব্য রাখেন।

 

 

 শিক্ষাঙ্গন থেকে আরোও সংবাদ

ই-দেশকাল

আর্কাইভ