জেলা প্রতিনিধি, রকি আহমেদ:শরিয়তপুর নড়িয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে ৮ই জুন থেকে ১৪জুন ২০২৪ সপ্তাহ ব্যাপী স্মার্ট ভূমি সেবা সপ্তাহ দিবস উদযাপিত। শনিবার সকাল ১০টায় স্মার্ট ভুমি সপ্তাহ দিবস উদ্বোধন করেন নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শংকর চন্দ্র বৈদ। এবং নড়িয়া উপজেলা সহকারী কমিশনার ভুমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃপারভেজ। এ সময় উপস্থিত ছিলেন নড়িয়া উপজেলা প্রকৌশলী সাহাবউদ্দীন খান সহ উপজেলা প্রশাসনিক বিভিন্ন দাপ্তরিক কর্মকর্তা বৃন্দ। উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা শংকর চন্দ্র বৈদ বলেন সপ্তাহব্যাপী এ ভূমি সেবা নিতে আসা সকল নাগরিকদের ই নামজারি, ই ভুমি কর প্রদান সহ যাবতীয় কাজ স্বল্প সময়ে সেবা প্রদান করা হবে। তিনি আরো বলেন স্মার্ট ভূমি সেবা প্রদানে সেবা প্রত্যাশীরা উপজেলা ভূমি অফিস সহ বিভিন্ন ইউনিয়নের ভূমি অফিসে দ্রুত সময়ে সরকারী নির্ধারিত খরচ দিয়ে ই নামজারি সহ বিভিন্ন সেবা নিতে পারবেন।