বুধবার , ১২ ফেব্রুয়ারী ২০২৫

বাংলাদেশ মুক্তি যোদ্ধা সংসদ সন্তান কমান্ডার কমলগঞ্জ ইউনিটির

সভাপতি আসিফ নিয়াজ রনি এবং সাধারণ সম্পাদক বাবু সঞ্জয় কান্তি দেব হলেন সাধারণ সম্পাদক

দেশকাল ডেস্ক   শনিবার , ০৮ জুন e ২০২৪

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডানকমলগঞ্জ ইউনিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন । ৮ই জুলাই শনিবার সকাল ১১ ঘটিকায়কমলগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হল রুম অনুষ্ঠিত হলো মুক্তিযোদ্ধা সংসদসন্তান  কমান্ডার কমলগঞ্জ উপজেলা ইউনিটির অভিষেক অনুষ্ঠান। নব নির্বাচিতমুক্তি যোদ্ধা সংসদ সন্তান  কমান্ডার কমলগঞ্জ ইউনিটের সভাপতি আসিফ নিয়াজ রনি এর সভাপতিত্বে এবংবাবু সঞ্জয় কান্তি দেব এর অনুষ্ঠান পরিচালনায় প্রধান অতিথি হয়ে উপস্থিত ছিলেনবাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড  কেন্দ্রীয় সভাপতি এরশাদ হোসেন। প্রধান বক্তা ছিলেন কমলগঞ্জ উপজেলাপরিষদ এর নবনির্বাচিত চেয়ারম্যান ও কমলগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতিজনাব ইমতিয়াজ আহমেদ বুলবুল, বিশেষ বক্তা কমলগঞ্জ পৌর মেয়র জনাব জুয়েল আহমেদ ,বিশেষ অতিথি  ছিলেন শেখ আনসার আলী। বিশেষ অতিথি আর ছিলেন  শ্রম ও জন শক্তি বিষয়কসম্পাদক মৌলভীবাজার জেলা কমিটি জনাব সৈয়দ খালেদ মাহমুদ,। কেন্দ্রীয় কমিটি কর্তৃক  ২১ সদস্য বিশিষ্ট কমিটির নামও সপথ বাক্য পাট করানো হয় ।

 সারাবাংলা থেকে আরোও সংবাদ

ই-দেশকাল

আর্কাইভ