মঙ্গলবার (২ জুলাই) সকাল ৯টা থেকে পরের২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রামও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনেরবৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারীথেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এসময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাসপেতে পারে।
বুধবার (৩ জুলাই) সকাল ৯টা থেকে পরের ২৪ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগেরঅধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণহতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
বৃহস্পতিবার (৪ জুলাই) সকাল ৯টা থেকে পরের২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রামও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনেরবৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারীথেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এ সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতথাকতে পারে। বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসেবলা হয়, এ সময়ের শেষের দিকে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা কমে আসতে পারে।
সমুদ্রবন্দরে সতর্কতা
আবহাওয়া বিভাগ জানায়, উত্তর বঙ্গোপসাগরও সংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকায় দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু প্রবল অবস্থায় রয়েছে।এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চরণশীল মেঘমালা তৈরি অব্যাহত রয়েছে ও বায়ুচাপেরতারতম্যের আধিক্য বিরাজ করছে। উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্রবন্দরগুলোরওপর দিয়ে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
এ জন্য চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ওপায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকেসাবধানে চলাচল করতে বলা হয়েছে।
নদ-নদীর পরিস্থিতি ও বন্যা পূর্বাভাস
মঙ্গলবার (২ জুলাই) বন্যা পূর্বাভাস ওসতর্কীকরণ কেন্দ্র জানায়, ব্রহ্মপুত্র ও যমুনার সঙ্গে সংযুক্ত নদ-নদীর পানির সমতল বাড়ছে,যা আগামী ৭২ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। গঙ্গা-পদ্মা নদীর পানির সমতল বৃদ্ধিপাচ্ছে, যা আগামী ২৪ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। দেশের উত্তর-পূর্বাঞ্চলের প্রধান নদীগুলোরপানির সমতল সামগ্রিকভাবে বাড়ছে, যা আগামী ২৪ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে।
আবহাওয়া সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, দেশেরউত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল, দক্ষিণ-পূর্বাঞ্চল ও তৎসংলগ্ন উজানে আগামী ২৪ ঘণ্টায়ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। এসময় উত্তরাঞ্চলের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীরপানির সমতল সময় বিশেষে বেড়ে কিছু পয়েন্টে স্বল্পমেয়াদে বিপদসীমা অতিক্রম করতে পারে। আগামী ৪৮ ঘণ্টায় ব্রহ্মপুত্র নদের পানিরসমতল বেড়ে কিছু পয়েন্টে বিপদসীমা অতিক্রম করতে পারে। আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণ-পূর্বাঞ্চলেরমুহুরী, ফেনী, হালদা, সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানির সমতল সময় বিশেষে বেড়ে বিপদসীমারকাছাকাছি প্রবাহিত হতে পারে।
এছাড়া আগামী ২৪ ঘণ্টায় উত্তর-পূর্বাঞ্চলেরসিলেট, সুনামগঞ্জ ও নেত্রকোনা জেলার কিছু নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির সামান্য অবনতিহতে পারে। মৌলভীবাজার জেলার বন্যা পরিস্থিতি স্থিতিশীল থাকতে পারে। আগামী ১০ দিনের সম্ভাব্য পূর্বাভাসে জানানোহয়, ব্রহ্মপুত্র-যমুনার সঙ্গে যুক্ত নদ-নদীর পানির সমতল আগামী ৪ থেকে ৫ দিনে বেড়ে কিছুস্থানে বিপদসীমা অতিক্রম করতে পারে। গঙ্গা-পদ্মা নদীর পানির সমতল আগামী ৮ থেকে ৯ দিনস্থিতিশীলভাবে বাড়তে পারে এবং পদ্মা নদীর পানির সমতল কিছু স্থানে বিপদসীমার কাছাকাছিপৌঁছাতে পারে।
ঢাকার চারপাশের নদীগুলোর পানির সমতল আগামী৮ থেকে ৯ দিন স্থিতিশীলভাবে বাড়তে পারে। আগামী ১০ দিনের মধ্যে ঢাকার চারপাশের নদীগুলোরঅববাহিকায় পানি বিপদসীমা অতিক্রমের শঙ্কা ক্ষীণ।