গত বৃহস্পতিবার কমলগঞ্জ উপজেলা পরিষদ হল রুমে কমলগঞ্জউপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন এরসভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হয়ে শুভ উদ্বোধন ও চেক বিতরণ করেন মাননীয়কৃষি মন্ত্রনালয়ের কৃষিমন্ত্রী উপাধ্যক্ষ আব্দুসশহীদ এম পি এবং বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা চেয়ারম্যান ইমতিয়াজ আহমেদ বুলবুল,কমলগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা জয়ন্ত কুমাররায় , কমলগঞ্জ উপজেলা সমাজ সেবা অধিদপ্তরের কর্মকর্তা , ১ নং রহিমপুর ইউনিয়ন চেয়ারম্যানইফতেখার আহমেদ বদরুল, কমলগঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম ও ভাইস চেয়ারম্যানএম এ ওহাব, কমলগঞ্জ পৌর মেয়র জুয়েল আহমেদ,কমলগঞ্জ থানা অফিসার ইনচার্জ সাইফুল আলম,সহ আওয়ামিলীগের নেতা কর্মী,।
বিতরন অনুষ্ঠানেপ্রান্তিক ৩৫০০ জন কৃষকদের মধ্যে সার বীজ,কৃষি যন্ত্রপাতি ও সমাজ সেবা অধিদপ্তর কর্তৃক ১০ জন ক্যাস্নার সহ বিভিন্ন রুগে আক্রান্তরুগীদের মধ্যে এবং কমলগঞ্জ উপজেলা শিল্পকলা একাডেমির অসচ্ছল শিল্পীদের মধ্যে চেক বিতরনকরা হয় ।বক্তারা বলেন কমলগঞ্জ উপজেলা ৫ শতহেক্টর অনাবাদি কৃষি জমি আবাদের প্রস্তুতি করা হয় ।