শনিবার , ০৫ অক্টোবর ২০২৪

সারাদেশে ইন্টারনেটে থাকতে পারে ধীরগতি

দেশকাল ডেস্ক   শনিবার , ১৩ July ২০২৪

ঢাকা : কক্সবাজারেদেশের প্রথম সাবমেরিন ক্যাবল (সিমিইউ-৪) রক্ষণাবেক্ষণ কাজের জন্য আজ শনিবার সকাল থেকেসারাদেশে ১২ ঘণ্টা আংশিকভাবে ইন্টারনেট সেবা ব্যাহত থাকতে পারে। এদিন সকাল ৬টা থেকেসন্ধ্যা ৬টা পর্যন্ত নিরবচ্ছিন্ন ইন্টারনেট ব্যবস্থাপনায় কিছুটা ধীরগতি হতে পারে।বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস কোম্পানি লিমিটেড পিএলসি (বিএসসিপিএলসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতেএ তথ্য জানিয়েছে।

 

বিজ্ঞপ্তিতেবলা হয়েছে, সাবমেরিন ক্যাবল (সিমিইউ-৪) সিস্টেমের সিঙ্গাপুর প্রান্তে কনসোর্টিয়ামকর্তৃক গৃহীত রক্ষণাবেক্ষণ কাজ করার জন্য ১৩ জুলাই সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্তপ্রায় ১২ ঘণ্টা এ ক্যাবলের মাধ্যমে সংযুক্ত সার্কিটগুলো আংশিক বন্ধ থাকবে। এ কারণেদেশের বিভিন্ন জায়গায় নিরবচ্ছিন্ন ইন্টারনেট সেবা ব্যাহত হতে পারে। এতে গ্রাহকদেরসাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে বিএসসিপিএলসি। তবে এ সময় কুয়াকাটায় দেশেরদ্বিতীয় সাবমেরিন ক্যাবল (সিমিইউ-৫) যথারীতি চালু থাকবে বলেও জানানো হয় সংবাদ বিজ্ঞপ্তিতে।

 

বাংলাদেশ সাবমেরিনকেবল কোম্পানি লিমিটেড (বিএসসিপিএলসি) সিমিইউ-৪ এবং সিমিইউ-৫ নামের দুটি আন্তর্জাতিকসাবমেরিন ক্যাবল কনসোর্টিয়ামের (কোম্পানি) সদস্য। যেটি বাংলাদেশে সাবমেরিন কেবলসেরঅধিক ক্ষমতা ও পর্যাপ্ততা নিশ্চিত করে। বর্তমানে সিমিইউ-৪ এবং সিমিইউ-৫ ক্যাবল দুটিরমাধ্যমে বাংলাদেশের ইন্টারনেট এবং আন্তর্জাতিক ভয়েস ট্র্যাফিক চলছে।

 

বাংলাদেশ প্রথমসাবমেরিন ক্যাবলে যুক্ত হয়েছিল ২০০৬ সালে। এটির ল্যান্ডিং স্টেশন কক্সবাজারে। এটিপ্রায় ৮০০ জিবিপিএস ব্যান্ডউইথ সরবরাহ করে থাকে। আর দেশের দ্বিতীয় সাবমেরিন ক্যাবলসিমিউই-৫ প্রবেশ করেছে পটুয়াখালীর কুয়াকাটা হয়ে দ্বিতীয় সাবমেরিন ক্যাবলের মাধ্যমে১ হাজার ৬০০ জিবিপিএস সরবরাহ করা হয়।

 তথ্যপ্রযুক্তি থেকে আরোও সংবাদ

ই-দেশকাল

আর্কাইভ