সোমবার (১৫জুলাই) এডিটরস গিল্ডের সভাপতি মোজাম্মেল বাবু সই করা এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়।
বিবৃততে বলাহয়েছে, এডিটরস গিল্ড গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে, চলমান কোটাবিরোধী আন্দোলনকেকেন্দ্র করে একটি মহল দেশে অস্থিরতার পরিবেশ সৃষ্টিতে তৎপর হয়েছে। রবিবার (১৪ জুলাই)গণভবনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর একটি বক্তব্যের ভুল ব্যাখ্যা করে আন্দোলনকারীদেরভেতর থেকে নিজেদের রাজাকার ঘোষণা দিয়ে শ্লোগান দেওয়া হয়, যা বেদনাদায়ক এবং একাত্তরেরশহীদের আত্মদানের প্রতি অবমাননাকর।
বিবৃততে আরওবলা হয়, সরকারি চাকরিতে কোটা প্রথার যৌক্তিক সংস্কার সবাই চায়। কিন্তু আমরা দেখছি,একটি মহল কোটা সংস্কারের আন্দোলনকে মহান মুক্তিযুদ্ধ এবং বীর মুক্তিযোদ্ধাদের প্রতিপক্ষহিসেবে দাঁড় করানোর চেষ্টা করছে। এ ধরনের বিভাজন থেকে বিরত থাকতে সব পক্ষের প্রতি আহ্বানজানাচ্ছে এডিটরস গিল্ড।