সোমবার , ২১ এপ্রিল ২০২৫

অলিম্পিকে ডোপ টেস্টের কালো দাগ!

দেশকাল ডেস্ক   শনিবার , ২৭ July ২০২৪

প্যারিস অলিম্পিকের শুরুতেই ডোপ টেস্ট নিয়ে চলছে কানাঘুষা। আগেই ছিটকেগিয়েছেন রোমানিয়ার ফ্লোরেন্টিনা ইউস্কোর। গেল বছরের এপ্রিলের ডোপ টেস্টে পজিটিভ হওয়ারজেরে এবারের অলিম্পিক মিস করছেন তিনি।

 

এপ্রিলে চীনা সাঁতার দলের ২৩ জন সদস্যের বিরুদ্ধে ডোপ কেলেঙ্কারির অভিযোগএনেছিল যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক টাইমস এবং জার্মান টেলিভিশন এআরডি। তিন বছর আগে টোকিওঅলিম্পিক চলাকালে চীনের সাঁতারু দলের এই ২৩ জনের শরীরে নিষিদ্ধ হার্টের ওষুধ ট্রাইমেটাজিডিনেরউপস্থিতি ছিল বলা জানা যায়। কিন্তু তারপরও এবারের অলিম্পিকে আছেন সেই ২৩ সদস্যের মাঝে১১ জন। আর এখানেই শঙ্কা প্রকাশ করেছেন অন্যান্য তারকা।

 

মার্কিন যুক্তরাষ্ট্রের সাঁতারের বড় তারকা কেলেব ড্রেসেলের শঙ্কা এবারেরঅলিম্পিক্সের সাঁতারে ‘লেভেল প্লেয়িং ফিল্ড থাকছে না।সবচেয়ে বিস্ময়কর ইস্যু, বৈশ্বিক অ্যান্টি ডোপিং সংস্থা (ওয়াডা) নিজেই চলতি মাসেএক প্রতিবেদনে চীনা সাঁতারুদের ডোপিং কাণ্ডে পজিটিভ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।তারপরও তাদের এবারের অলিম্পিকে অংশ নেওয়ার ইস্যুতে বাধা দেয়নি সংস্থাটি। আর তাতেক্ষিপ্ত অস্ট্রেলিয়ার সাঁতারু জ্যাক স্ট্যাবলেটি-কুক। ২০০ মিটার ব্রেস্টস্ট্রোকে চীনেরবিশ্বরেকর্ডধারী সাঁতারু কুইন হাইয়াংয়ের বিপক্ষে লড়ার পর ডোপ টেস্টে অংশ নেবেন নাবলে জানিয়ে দিয়েছেন তিনি। সেই সঙ্গে অন্য সাঁতারুদেরও এমন প্রতিবাদে অংশ নেওয়ারআহ্বান জানান এই সোনাজয়ী তারকা।

 

তবে চীনা সাঁতারুদের মতো সৌভাগ্য নেই রোমানিয়ার অ্যাথলেট ফ্লোরেন্টিনাইউস্কোর। গত বছর এপ্রিলে ডোপ পরীক্ষা হয়েছিল ইউস্কোর। কোনো প্রতিযোগিতা ছাড়াই একটিডোপ পরীক্ষা হয়েছিল তার। সেই সময় শরীরে নিষিদ্ধ ওষুধ ছিল বলে প্রমাণ পাওয়া গিয়েছিল।

 ক্রীড়াঙ্গন থেকে আরোও সংবাদ

ই-দেশকাল

আর্কাইভ