প্রতিটি এশিয়াকাপে মোট ম্যাচ ১৩টি। অংশ নেবে ৬টি দল। ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ, আফগানিস্তানও বাছাইপর্ব পেরিয়ে আসা কোনো দল। গত দুটি এশিয়া কাপের ফরম্যাট অনুযায়ী বাংলাদেশ, শ্রীলঙ্কাও আফগানিস্তান খেলে একই গ্রুপে। বাকি গ্রুপে থাকে ভারত, পাকিস্তান ও বাছাইপর্ব থেকেআসা দল। ছেলেদের এশিয়া কাপ ক্রিকেটের দুই আয়োজকের নাম জানালেও ২০২৬ নারী এশিয়া কাপসহবয়সভিত্তিক এসিসির টুর্নামেন্টগুলোর আয়োজকদের নাম এখনো পরিষ্কার নয়। তবে জানা গেছে২০২৬ নারী এশিয়া কাপও হবে টি-টোয়েন্টি সংস্করণে, এই টুর্নামেন্টে বর্তমান চ্যাম্পিয়নশ্রীলঙ্কা।