দেশকাল ডেস্ক:
সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়া সার্ভিস সেলে প্রগ্রেসিভ লাইফ ইনসুরেন্স কোম্পানি লিমিটেডের বীমা দাবী ও উন্নয়ন সভা ২০২৪ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব বজলুর রশীদ এমবিই (মাননীয় ভাইস চেয়ারম্যান)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মিজানুর রহমান (সম্মানিত উদ্যোক্তা পরিচালক), জনাব মোহাম্মদ সাইদুল আমিন (মুখ্য নির্বাহী কর্মকর্তা), জনাব মোঃ হোসেন শহীদ সোহরাওয়ার্দী (উপ-ব্যবস্থাপনা পরিচালক)। সভায় সভাপতিত্ব করেন জনাব মোঃ ইকবাল হোসেন (উপ-ব্যবস্থাপনা পরিচালক)।
বক্তাগণ এ সভায় তাঁদের মূল্যবান বক্তব্য প্রদান করেন এবং চেক বিতরণ করেন। বক্তাগণ সম্মানিত গ্রাহকগনের দাবি আরো দ্রুততার সাথে নিষ্পত্তির ব্যাপারে প্রতিশ্রুতি দেন এবং বীমা দাবির চেক প্রদানের ধারা অব্যাহত রাখার বিষয়ে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। কোম্পানীর উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং গ্রাহকগণের সর্বোচ্চ সেবা প্রদানের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করতে এ সভা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।