বুধবার , ১১ সেপ্টেম্বর ২০২৪

নয়া জামানার চে গুয়েভারা

শোয়েব চৌধুরী   বৃহস্পতিবার , ২২ আগষ্ট ২০২৪

সারা রাত স্বস্তি দেয়নি একটি ছবি

কতটুকু নির্মম হলে

তৈরী হয় বিপ্লবীদের গল্প  l

মতিউর- মতিউল,নূর মোহাম্মদ থেকে

সালাম-জব্বার-বরকত;আর কতো ?

নিশ্চিত মৃত্যুকে আলিঙ্গন করে

অন্যায়ের প্রতিবাদে সংগ্ৰামী হবার

যে অদম্য সাহসের প্রয়োজন...

তা কি সবার থাকে ?

 

স্বৈরাচার নিপাত যাক,গণতন্ত্র মুক্তি পাক

নূর হোসেনের মুষ্টিবদ্ধ হাত, আসাদের শার্ট

আবারো মূর্ত হয়ে উঠে

আবু সাঈদের টগবগে রক্তে

বেপরোয়া রাবার বুলেটও লজ্জিত

ইউটুবে দুনিয়া দেখে,তুমি অজেয়

ঝড়তোলা মৃত্যুর আলিঙ্গনে উদীপ্ত !

বাঙালির ইতিহাসে নবরূপে আবির্ভুত

এক অতুলনীয় কবিতায় লোরকা

যৌবনের উজ্জ্বল, অন্তহীন প্রেরণা

আবু সাঈদ যেনো আজ-

নয়া জামানার চে গুয়েভারা l

মহাকাশে হাজারো নক্ষত্রের ভিড়ে

বিবেকের কাছে প্রশ্ন করে, নীল ধ্রুবতারা !

 

শোয়েব চৌধুরী

১৭ জুলাই ২০২৪

বার্লিন, জার্মানি

 মুক্তবাক থেকে আরোও সংবাদ

ই-দেশকাল

আর্কাইভ