বুধবার , ১১ সেপ্টেম্বর ২০২৪

অন্তর্বর্তীকালীন সরকারের তালিকা প্রস্তাব করেছে বিএনপি

দেশকাল ডেস্ক   বৃহস্পতিবার , ০৮ আগষ্ট ২০২৪

যেসমস্ত রাজনৈতিক দল এবং নাগরিক সমাজের পক্ষ থেকে গত নির্বাচন বর্জন করা হয়েছে সেসবদল এবং নাগরিক সমাজের প্রতিনিধিদের তালিকা দিয়েছে বিএনপি। আজ বৃহস্পতিবার মন্ত্রীপরিষদ সচিবের কাছে দলটির পক্ষ থেকে এই তালিকা দেয়া হয়।

 

দলীয়সূত্র জানায়, ৬৪ রাজনৈতিক দল গত নির্বাচন করেছে। সকল দল থেকে প্রায় প্রতিনিধি নিয়েপ্রায় দুই শ’ জনের তালিকা দেয়া হয়েছে।

 

এবিষয়ে জানতে চাইলে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, যে সমস্ত রাজনৈতিকদল গত নির্বাচন বর্জন করেছে, সেই সমস্ত দলের প্রতিনিধির সমন্বয়ে বিএনপির পক্ষ থেকেঅন্তর্বর্তীকালীন সরকার গঠনের জন্য আজকে মন্ত্রী পরিষদ সচিবের কাছে তালিকা দেয়া হয়েছে।তবে কত জনের তালিকা দেয়া হয়েছে সে বিষয়ে তিনি কিছু বলতে পারেননি।

  রাজনীতি থেকে আরোও সংবাদ

ই-দেশকাল

আর্কাইভ