শনিবার , ০৫ অক্টোবর ২০২৪

অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের ৭০ আইন কর্মকর্তার পদত্যাগ

দেশকাল ডেস্ক   সোমবার , ১২ আগষ্ট ২০২৪

রাষ্ট্রেরপ্রধান আইন কর্মকর্তাসহ অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের ৭০ জন আইন কর্মকর্তা (ডেপুটিও সহকারী অ্যাটর্নি জেনারেল) পদত্যাগ করেছেন। আজ সোমবার (১২ আগস্ট) সকাল পর্যন্ত অ্যাটর্নিজেনারেল কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে মোট২১৫ জন ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেল নিযুক্ত ছিলেন। এর মধ্যে থেকে ৭০ জন পদত্যাগকরেছেন।

 

গত৭ আগস্ট প্রথমে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ (এসকে) মোর্শেদ এবং পরবর্তীতেঅ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ (এএম) আমিন উদ্দিন পদত্যাগ করেন। এরপর গত ৮ আগস্ট আরওদুই অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এসএম মুনীর ও ব্যারিস্টার মোহাম্মদ মেহেদী হাছান চৌধুরীপদত্যাগ করেন।

 নগর-মহানগর থেকে আরোও সংবাদ

ই-দেশকাল

আর্কাইভ