এসপ্তাহজুড়েই বৃষ্টি থাকবে। আজ একটু বেশি থাকবে। তবে সপ্তাহজুড়েই কম-বেশি বৃষ্টি হবে।ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাসদিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আজসোমবার সকাল ১০টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার জন্য এই সতর্কবাণী দেওয়া হয়েছে।
২৪ঘণ্টায় ৪৪ থেকে ৮৮ মিলিমিটার বৃষ্টি হলে ভারী এবং একই সময়ে ৮৯ মিলিমিটারের বেশি বৃষ্টিহলে অতি ভারী বর্ষণ বিবেচনা করা হয়। আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, সক্রিয় মৌসুমিবায়ুর প্রভাবে ভারী বৃষ্টির কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসেরআশঙ্কা রয়েছে।
নিয়মিতবুলেটিনে অধিদপ্তর জানিয়েছে, লঘুচাপটি বাংলাদেশের দক্ষিণাঞ্চল ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গএলাকায় অবস্থান করছে। এর প্রভাবে গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি অব্যাহত রয়েছে।
লঘুচাপেরপ্রভাবে বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। নৌ দুর্ঘটনাএড়াতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়াবিদমো. তরিফুল নেওয়াজ কবির বলেন, 'এ সপ্তাহজুড়েই বৃষ্টি থাকবে। আজ একটু বেশি থাকবে। তবেসপ্তাহজুড়েই কম-বেশি বৃষ্টি হবে।'