অসুস্থতাজনিতকারণে বেঞ্চের এক বিচারপতি আদালতে না থাকায় সময় টিভির সম্প্রচার ৭ দিনের জন্য বন্ধেরআদেশ স্থগিত চেয়ে আবেদনের আদেশের দিন পিছিয়েছে। আগামী ১ সেপ্টেম্বর দিন ধার্য করেছেনআপিল বিভাগ।
আজ মঙ্গলবার প্রধানবিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ মামলার আদেশের জন্যে এ আদেশ দেন।শুনানিতে সময় মিডিয়া লিমিটেডের জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম বলেন, ‘গতরাত থেকে সময়টিভি সম্প্রচারে এসেছে। তাই এই মামলার আর কার্যকারিতা নেই।’
এ সময় আহমেদজোবায়েরের আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও ব্যারিস্টার সাকিব মাহবুব আদালতেবলেন, ‘সময় টিভি সরকারের সিদ্ধান্তে বন্ধ হয়নি, আদালতের সিদ্ধান্তে বন্ধ ছিল। এটারসঙ্গে বাক স্বাধীনতার প্রশ্ন জড়িত। তাই এ বিষয়ে আপিল বিভাগের পর্যবেক্ষণ দরকার। তখনআপিল বিভাগ আদেশের জন্য ১ আগস্ট দিন ধার্য করেন।’
এর আগে গত ২৫আগস্ট বেসরকারি টেলিভিশন চ্যানেল সময় টিভির সম্প্রচার সাত দিনের জন্য বন্ধের আদেশস্থগিত চেয়ে আবেদনের শুনানি শেষে আদেশের জন্য এদিন ধার্য করেন।
সময় টিভির ব্যবস্থাপনাপরিচালক আহমেদ জোবায়েরের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। তাকেসহযোগিতা করেন ব্যারিস্টার সাকিব মাহবুব। সময় মিডিয়া লিমিটেডের পক্ষে শুনানি করেনজ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম, অ্যাডভোকেট জয়নুল আবেদীন, ব্যারিস্টার রুহুল কুদ্দুসকাজল। সহযোগিতা করেন অ্যাডভোকেট ফারজানা খান নীলা।