ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জেরঅংশে প্রায় ২০ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেনযাত্রীরা। বুধবার (২৮ আগস্ট) সকালে সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড থেকে লাঙ্গলবন্দ ছাড়িয়েগেছে যানজটের জটলা।
সরেজমিনে ঘুরে দেখা গেছে, মদনপুর এলাকায়সড়কের দুই পাশে যানজটে আটকা পড়ে আছে বহু যানবাহন। স্থানীয়রা বলছেন, সকাল থেকে মহাসড়কেতীব্র যানজটের সৃষ্টি হয়েছে। তবে কী কারণে এই যানজটের সৃষ্টি হয়েছে তা জানা নাই।
জটে আটকা পড়া বাসের যাত্রী সগীর মিয়া বলেন,সম্প্রতি এত যানজট দেখিনি। বাস একটুও এগুচ্ছে না। সিএনজিচালক দবীর হোসেন বলেন, মদনপুরথেকে কাচপুর যেতে দুই ঘণ্টার বেশি সময় লাগবে। ফলে মহাসড়ক ছেড়ে এলাকার শাখা সড়ক দিয়েটিপ মারছি।
কাচপুর হাইওয়ে থানার ওসি রেজাউল হক বলেন,সকাল থেকে যানজটের সৃষ্টি হয়েছে। যানজট নিয়ন্ত্রণে আমরা কাজ করছি। ত্রাণের ট্রাকসহবিভিন্ন যানবাহন এলোপাতাড়ি প্রবেশ করছে।