শনিবার , ০৫ অক্টোবর ২০২৪

মুক্তি পাচ্ছেন টেলিগ্রাম সিইও, ফ্রান্স ত্যাগে নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক   বৃহস্পতিবার , ২৯ আগষ্ট ২০২৪

জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম টেলিগ্রামের সিইও পাভেল দুরভকে জামিনেমুক্তি দেওয়া হচ্ছে। তবে তিনি ফ্রান্স ত্যাগ করতে পারবেন না। কর্তৃপক্ষ তাকে জামিনেরজন্য ৫০ লাখ ইউরো জমা দেওয়ার নির্দেশ দিয়েছে এবং সপ্তাহে দুইবার তাকে থানায় হাজিরাদিতে হবে। জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভ্যালের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

 

প্রতিবেদনে বলা হয়, দুরভের বিরুদ্ধে প্রাথমিক অভিযোগ দায়ের করা হয়েছে।তার বিরুদ্ধে আনুষ্ঠানিক তদন্তও শুরু হয়েছে।

 

কর্তৃপক্ষের সন্দেহ, দুরোভ তার বিরুদ্ধে আনা অপরাধমূলক কাজকর্ম নিয়েকর্তৃপক্ষকে সম্পূর্ণ সহযোগিতা করছেন না। তার বিরুদ্ধে মেসেজিং অ্যাপের মাধ্যমে অপরাধমূলককাজ করার অভিযোগ আছে।

 

দুরভের আইনজীবী ডেভিড অলিভিয়ার কামিনস্কি ফরাসি সংবাদমাধ্যমকে বলেছেন,‘একটি সামাজিক নেটওয়ার্কের দায়িত্বে থাকা মানুষের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ অবিশ্বাস্য।কারণ, এই ধরনের কাজের সঙ্গে তিনি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত নন।

 

সরকারি আইনজীবীরা জানিয়েছেন, এই পর্যায়ে দুরোভ হলেন এই মামলায় একমাত্রজড়িত ব্যক্তি।

 আন্তর্জাতিক থেকে আরোও সংবাদ

ই-দেশকাল

আর্কাইভ