বুধবার , ১১ সেপ্টেম্বর ২০২৪

জাতীয় দলে সাফজয়ী ৪ ফুটবলার

ক্রীড়া ডেস্ক   শুক্রবার , ৩০ আগষ্ট ২০২৪

ভুটান সফরের জন্য২৩ জনের চূড়ান্ত সিনিয়র দল দিয়েছেন বাংলাদেশ দলের স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা।সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত পারফরম্যান্স করার পুরস্কার দেশে ফিরেই পেলেনদলের চার খেলোয়াড়।

 

সর্বাধিক গোলদাতাও সেরা খেলোয়াড় মিরাজুল ইসলাম, ডিফেন্ডার শাকিল আহাদ তপু, মিডফিল্ডার চন্দন রায় ও ফরোয়ার্ডরাব্বি হোসেন রাহুল জায়গা করে নিয়েছেন ভুটানগামী জাতীয় ফুটবল দলে।

 

ভুটানের বিপক্ষেআগামী ৫ ও ৮ সেপ্টেম্বর দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এ উপলক্ষে শুক্রবার ঢাকাছাড়বে দলটি।

 

সদ্য শেষ হওয়াসাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে মিরাজুল চার গোল নিয়ে সর্বোচ্চ গোলদাতা হওয়ার পাশাপাশিটুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার জেতেন। ফাইনালেও জোড়া গোল করেছিলেন এই অ্যাটাকিং মিডফিল্ডার। ফাইনালে দলের পক্ষে তৃতীয়গোল করা রাহুলেরও জায়গা হয়েছে দলে।

 

এএফসি এশিয়ানকাপের বাছাইয়ের তৃতীয় রাউন্ডের ড্রয়ের আগে নিজেদের র‌্যাঙ্কিংয়ে উন্নতির লক্ষ্য নিয়েভুটানের বিপক্ষে খেলবে বাংলাদেশ। এ দুই ম্যাচের ফল ভালো হলেই বাছাইয়ে তুলনামূলকভাবেকম শক্তিশালী প্রতিপক্ষ পাবেন মিতুল-জামালরা।

 

২৩ জনের দল

 

গোলরক্ষক: মিতুলমারমা, সুজন হোসেন, পাপ্পু হোসেন।

 

রক্ষণভাগ: বিশ্বনাথঘোষ, তপু বর্মন, সাদ উদ্দিন, মেহেদী হাসান, রহমত মিয়া, ইসা ফয়সাল, শাকিল হোসেন, শাকিলআহাদ তপু।

 

মধ্যমাঠ: সোহেলরানা, মো. রিদয়, জামাল ভূঁইয়া, সোহেল রানা-২, মিরাজুল ইসলাম, চন্দন রায়, মজিবুর রহমানজনি।

 

আক্রমণভাগে: রাকিবহোসেন, মোরসালিন, ফয়সাল আহমেদ ফাহিম, শাহরিয়ার ইমন ও রাব্বি হোসেন রাহুল।

 ক্রীড়াঙ্গন থেকে আরোও সংবাদ

ই-দেশকাল

আর্কাইভ