বুধবার , ১১ সেপ্টেম্বর ২০২৪

রাওয়ালপিন্ডিতে বৃষ্টি, বাংলাদেশ-পাকিস্তান টেস্ট বিলম্বিত

ক্রীড়া ডেস্ক   শুক্রবার , ৩০ আগষ্ট ২০২৪

রাওয়ালপিন্ডিতেপ্রথম টেস্টের আগে বৃষ্টি হয়েছিল। দ্বিতীয় টেস্টের আগেও দেখা গেল সেটি। বৃষ্টির কারণেনির্ধারিত সময়ে টস হয়নি। স্থানীয় সময় সকাল সাড়ে ৯টায় টস হওয়ার কথা থাকলেও এখনও বৃষ্টিহচ্ছে সেখানে।


রাওয়ালপিন্ডিতেগত দুদিন ধরেই থেমে থেমে বৃষ্টি হচ্ছে। ম্যাচেরদিন সকালেও বৃষ্টি অব্যাহত থাকায় নির্ধারিত সময়ে টস হয়নি। এখনও বৃষ্টি চলমান থাকায়ম্যাচ শুরু হবে বেশ সময় লাগতে পারে।

 

এর আগে, দুই ম্যাচটেস্ট সিরিজের প্রথমটিতে টসে জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। পরে ৪৪৮ রানেইনিংস ঘোষণা করে স্বাগতিক পাকিস্তান। যার জবাবে ৫৬৫ রান তুলে বাংলাদেশ। পরে দ্বিতীয়ইনিংসে ১৪৬ রানে পাকিস্তান অলআউট হলে বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়ায় মাত্র ৩০ রানের।যা ১০ উইকেট হাতে রেখে টপকে যায় নাজমুল হোসেন শান্তর দল। পাকিস্তানের বিপক্ষে প্রথমবারেরমতো টেস্ট জয় পায় বাংলাদেশ।

 ক্রীড়াঙ্গন থেকে আরোও সংবাদ

ই-দেশকাল

আর্কাইভ