সোমবার , ০২ ডিসেম্বর ২০২৪

বৃষ্টিতে পিন্ডি টেস্টের প্রথমদিন পরিত্যক্ত

ক্রীড়া ডেস্ক   শুক্রবার , ৩০ আগষ্ট ২০২৪

প্রথম টেস্টেরপ্রথমদিনের দুই সেশন ভেজা আউটফিল্ডের কারণে বাতিল হয়ে যায়। দ্বিতীয় টেস্টের আগেও রাওয়ালপিন্ডিতেভারী বৃষ্টি হয়েছে। আরও বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বৃষ্টি যদি থামেও মাঠ পরিচর্যাকরে প্রথমদিন ম্যাচ খেলা সম্ভব নয়। যে কারণে টস ছাড়াই প্রথমদিন পরিত্যক্ত ঘোষণা করাহয়েছে।

 

সংবাদ মাধ্যমজানিয়েছে, রাতে রাওয়ালপিন্ডিতে অনেকটা বৃষ্টি হয়েছে। সকালেও বৃষ্টি ছিল। আবহাওয়া পূর্বভাসেআরও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দ্বিতীয় দিন ম্যাচটি আধ ঘণ্টা আগে শুরু হতে পারে। যদিওআনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।  

 

স্থানীয় সময় বেলাসাড়ে ১১টা অর্থাৎ বাংলাদেশ সময় সাড়ে ১২টায় মাঠ পরিদর্শন করার কথা ছিল আম্পায়ারদের।কিন্তু বৃষ্টি না থামায় তা সম্ভব হয়নি। আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী, রাওয়ালপিন্ডিতেদ্বিতীয় টেস্টের অধিকাংশ বৃষ্টিতে ভেসে যাওয়ার আশঙ্কা রয়েছে। কারণ চতুর্থ দিন পর্যন্তথেমে থেমে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। পঞ্চম দিন আবার হতে পারে জোর বৃষ্টি। 

 

এর আগে পিন্ডিতেপ্রথম টেস্টে ১০ উইকেটে জিতেছে বাংলাদেশ। বৃষ্টির কারণে সেখানকার ফ্লাট উইকেটে শেষদিকে কিছুটা স্পিন সহায়ক হয়ে ওঠে। যার সুবিধা নিয়ে জয় তুলে নেয় বাংলাদেশ। পাকিস্তানেরবিপক্ষে ওটাই বাংলাদেশের প্রথম জয় তো বটেই। টেস্টে প্রথমবার পাকিস্তানকে হারিয়েছে বাংলাদেশ।

 ক্রীড়াঙ্গন থেকে আরোও সংবাদ

ই-দেশকাল

আর্কাইভ